ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুপুরে বিএডিসির বীজ ভিন্ন নামে চড়া দামে

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জুন ২০১৭

মধুপুরে বিএডিসির বীজ ভিন্ন নামে চড়া দামে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ জুন ॥ আসছে আমন মৌসুমে বীজতলায় বীজ ফেলতে ভালজাতের, ভাল মানের বীজ সংগ্রহ করছে কৃষকরা। কিন্তু মধুপুরে এ ক্ষেত্রে তাদের চড়া মূল্য দিতে হচ্ছে, হচ্ছে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত। জানা যায়, সরকার নির্ধারিত ডিলারদের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির পরীক্ষিত ভাল মানের, ভাল জাতের বীজ কৃষকের মাঝে নির্ধারিত মূল্যে সরবরাহ করে থাকে। কৃষকদের আস্থা, আগ্রহও এ বীজের ওপর। কিন্তু সরকারের নির্ধারিত সেই ডিলারদের দ্বারাই হয়রানি, প্রতারিত হচ্ছে কৃষকরা। প্রায় প্রত্যেক ডিলারই কৃষিবিদ/বিশেষজ্ঞ ছাড়াই সীড কোম্পানি খুলে বসে আছে। মধুপুর উপজেলায় এ ডিলাররা নিজেদের কোম্পানির নামে চাকচিক্যপূর্ণ আকর্ষণীয় ব্যাগ বানিয়ে তাতে কোম্পানির নামে সীল মেরে ও মনগড়া ধানের জাত লিখে সেখানে ব্যাগ পরিবর্তন করে বিএডিসির বীজ ধান ভরে চাষীদের বিভ্রান্ত করে দ্বিগুণ মূল্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিএডিসির বি-১১ ধান তাদের ব্যাগে হরি ধান (উভয় ব্যাগে একই ধান দেখা যায়) ও গুটিস্বর্ণা বলে ৩৪০ টাকার (১০ কেজি) স্থলে ৫০০ থেকে ৬০০ টাকার বেশি দামে অধিক টাকায় বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এভাবে বিএডিসির বি-৪৯ কে মাধবী স্বর্ণা, বি-৫২ কে গুটিস্বর্ণা, মামুনস্বর্ণা, সঙ্কর ইত্যাদি নামে উন্নত জাতের ধান বলে বেশি মূল্যে বিক্রি করছে। এসব জাতের কোনটিই সরকার তথা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক পরীক্ষিত ও স্বীকৃত নয়। এসব ধানের জাত ভারতের উন্নতমানের অধিক ফলনশীল বলেও চাষীদের আকৃষ্ট করে চড়ামূল্যে বিক্রি করছে। গাজীপুরে কন্টেনার ট্রেন লাইনচ্যুত ॥ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পূবাইলে সিগন্যাল অমান্য করায় বুধবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী কনটেনার ট্রেনের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় রেললাইনের কিছু অংশসহ কয়েকটি বগি ভেঙ্গে দুমড়ে মুচড়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ঢাকাগামী লাইন (আপ) দুটিতে সাড়ে ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রেলওয়ের পূবাইল স্টেশনের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ৮০১ কন্টেনার ট্রেন ঢাকা যাচ্ছিল। পথে কালীগঞ্জের আড়িখোলা স্টেশন অতিক্রম করে বুধবার ভোর রাত সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় আসে।
×