ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শিশু কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ জুন ২০১৭

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শিশু কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ জুন ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ৮ বছরের শিশু কন্যাকে ধারালো ছেনদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ ওঠেছে জাজিরা উপজেলার জয়নগর মোল্লাকান্দি গ্রামের হত্যা মামলার আসামি মানিক হাওলাদারের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, মানিক হাওলাদার একটি হত্যা মামলায় দীর্ঘদিন জেলহাজতে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়। প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে বুধবার সকালে হিরামনি নামে নিজের শিশু কন্যাকে কুপিয়ে বাড়ির পাশে পাটক্ষেতে ফেলে রেখে দেয়। তবে আহত শিশু হিরা মনির বাবা মানিক হাওলাদার বলেন, দাদন হাওলাদার এবং তার পরিবারের লোকজন মিলে আমাকে হত্যা করতে এসে ধাওয়া দেয়। আমি দৌড়ে পালিয়ে গেলে তারা আমার মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমি এ ঘটনার বিচার চাই। এদিকে শিশুটির পিতামাতা তার চিকিৎসায় আগ্রহ প্রকাশ না করায় স্থানীয় লোকজন শিশুটিকে পাটক্ষেত থেকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে শিশুটির অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ মানিক হাওলাদারের লোকজনের দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে ধারালো ছেনদাটি উদ্ধার করেছে। জানা গেছে, জাজিরা উপজেলার চর জয়নগর মোল্লাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৬ সালের ৭ মার্চ সোনা মিয়া হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় মানিক হাওলাদার ১৩ নম্বর আসামি। রোজা শেষ হয়ে এলেও চাঁপাইয়ে টিসিবি পণ্যের দেখা নেই স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বুধবার ১৮ রোজা পেরিয়ে যাওয়ার পরও চাঁপাইনবাবগঞ্জে দেখা নেই টিসিবি পণ্যের। অথচও সমগ্র জেলায় ২৫ জন ডিলার থাকলেও কেউ পণ্য নিয়ে মাঠে নামেনি। তাদের অভিযোগ বরাদ্দের পরিমাণ খুবই কম, পাশাপাশি পণ্যের ওজনের পরিমাণ সঠিক থাকেনা। ফলে তাদের লোকসান গুনতে হয়। এ ছাড়াও পরিবহন খরচও অনেক বেশি। বিধায় তারা এবারও মাঠে নামেনি টিসিবির পণ্য নিয়ে। কয়েক বছর ধরে তারা একই অবস্থানে রয়েছে। রামচন্দ্রপুরের ডিলার শামীম আহম্মেদ, রানীহাটির ডিলার এবং অপর ডিলার আশরাফুল জানান টিসিবির পণ্য বিক্রি করে লাভ না হবার কারণে মাল উঠাবার কোন আগ্রহ নেই তাদের। তারা আরও জানান এতকিছুর পরেও যোগাযোগ করলে টিসিবি কর্মকর্তারা পণ্য দিতে গড়িমসি করছে। নতুন নতুন তারিখ নির্ধারণ করেও পণ্য দিচ্ছেনা বলে তারা আর যোগাযোগ করছেনা। ডিলার জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরের মানুষ টিসিবি পণ্য কিনতে ততটা আগ্রহী নয়। বাজার নিয়ন্ত্রক নূরুল ইসলাম একই বক্তব্য দিলেও রোগের কারণ ভিন্ন স্থানে।
×