ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে তুচ্ছ ঘটনায় ফল ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ জুন ২০১৭

শরীয়তপুরে তুচ্ছ ঘটনায় ফল ব্যবসায়ী খুন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ জুন ॥ মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে সংঘর্ষে ফল ব্যবসায়ী শাহিন মাদবর (২৭) খুন হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের চাচাত ভাই জামাল মাদবর, বাবুল মাদবর, সংঘর্ষে আহত আকতার মাদবরসহ প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১১টায় সদর উপজেলার আড়িগাঁও বাজার থেকে কাজকর্ম সেরে স্থানীয় দক্ষিণ গোয়ালদি গ্রামের শ্রমিক আকতার মাদবর বাড়ি যাচ্ছিলেন। পথে শাহজাহান ব্যাপারীর দোকানের কাছে তার হাতের টর্চলাইটের আলো একই গ্রামের পথচারী জামাল ব্যাপারীর চোখে পড়ে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল ব্যাপারী উত্তেজিত হয়ে তার আত্মীয়স্বজনকে ফোন করে খবর দেয়। খবর পেয়ে তারা দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। এ সংবাদ পেয়ে আকতার মাদবরের আত্মীয়স্বজনেরাও ঘটনাস্থলে আসে। এ সময় দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ইটের আঘাতে আকতার মাদবরের চাচাত ভাই আড়িগাঁও বাজারের ফল ব্যবসায়ী শাহিন মাদবর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ১৩২ হতদরিদ্রকে সহায়তা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ জুন ॥ জেলা সমাজকল্যাণ পরিষদের আওতায় ১৩২ হতদরিদ্রের হাতে তুলে দেয়া হয়েছে বিশেষ সহায়তা। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা বাবদ ১২৭ জনের হাতে ২ থেকে ৩ হাজার টাকা এবং ৫ প্রতিবন্ধীর হাতে প্রতিটি ৮ হাজার টাকা মূল্যের হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার এবং জেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য, প্রকাশ দত্ত উপস্থিত ছিলেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সংবাদদাতা, ভুয়াপুর, টাঙ্গাইল, ১৪ জুন ॥ বিনামূল্যে চক্ষু রোগীদের ছানি অপারেশন করেছে ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদফতর এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। বুধবার ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী অপারেশন থিয়েটার বসিয়ে ২২৫ জন হতদরিদ্র ছানিপড়া চক্ষু রোগীদের অপারেশন করা হয়। অপারেশনের রোগীদের বিনামূল্যে ওষুধ, চশমাসহ অন্যান্য সামগ্রী প্রদান করেছে। এছাড়া আরও প্রায় তিন হাজার চক্ষু রোগীর সাধারণ সেবা দেয়া হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এ অঞ্চলে এটি সব চেয়ে বড় চক্ষু শিবির বলে জানান এলাকাবাসী। ছানি অপারেশনের রোগী শাহাতন জানান, ‘আমাগো টেকা-পয়সা দিয়া অপারেশন করার ক্ষমতা নাই। যারা অপারেশন করে দিলো আল্লাহ যেন তাগো ভালা করেন’।
×