ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেপথ্যে নড়াইল ছাত্রদল নেতাকর্মীরা

শুভ্রা মুখার্জী হাসপাতালের নামে জমি দখল

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ জুন ২০১৭

শুভ্রা মুখার্জী হাসপাতালের নামে জমি দখল

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৪ জুন ॥ শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের নামে অন্যের জমি জবরদখলসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বেঙ্গল গ্রুপের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কয়েক জমির মালিককে ক্ষতিপূরণ না দিয়েই জমি দখল করে রাখা হয়েছে। আবার কয়েকজন অভিযোগ করেছেন, পরে টাকা দেয়ার কথা বলে জমি লিখে নেয়া হলেও এখনও ক্ষতিপূরণ দেয়া হয়নি। আবার এক জমির মালিককে না জানিয়ে তার জমি দখল করা হয়েছে। এলাকার নিরীহ জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে এবং নামমাত্র মূল্য দিয়ে হাসপাতালের জমি কেনা হচ্ছে। বর্তমানে হাসপাতালের জন্য চার একর জমি কেনা হলেও কমপক্ষে আট একর জমি দখল করে রাখা হয়েছে। সরকারী দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী চক্র এ কাজের সঙ্গে যুক্ত থাকায় ভয়ে কেউ মুখ খুলছে না। সম্প্রতি এ হাসপাতালের জমি ক্রয়ে অনিয়মের অভিযোগ করায় এ চক্রটি নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে মারধর করেছে। ভারতের রাষ্ট্রপতির সহধর্মিণী নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জীর নামে ‘শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনকে বাদ রেখেই তা করা হয়েছে। এদিকে ঢাকা থেকে ‘শুভ্রা মুখার্জী ট্রাস্টি বোর্ডের’ উদ্যোগে এ হাসপাতাল নির্মাণের কথা থাকলেও ‘শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন’ এবং জেলা প্রশাসনকে অন্ধকারে রেখেই নির্মাণকাজটি করা হচ্ছে। এমনকি জমির দলিল করা হচ্ছে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমের নামে। এলাকাবাসীর প্রশ্ন এখানে কি আদৌ হাসপাতাল নির্মিত হবে? এ বছরের ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে শুভ্রা মুখার্জী ট্রাস্টি বোর্ডের নামে টিম নড়াইল শহর থেকে তিন কিলোমিটার পশ্চিমে মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা এলাকায় নড়াইল-যশোর আঞ্চলিক মহাসড়কের সঙ্গে লাগোয়া স্থানে শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতালের স্থান পরিদর্শন করতে আসে। জানানো হয়, এখানে ২০ বিঘা জমির ওপর ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেনÑ ট্রাস্টি বোর্ডের সদস্য বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন, শারমিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইসমাইল হোসেন, ল্যাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর (সিআইপি) ও সাবেক সচিব মুক্তিযোদ্ধা মোসা প্রমুখ। এর কয়েকদিন পর থেকেই এখানে হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ড দিয়ে শুরু হয় জমি ক্রয়, মাটি ও বালি ভরাটের কাজ। কিন্তু শুরু থেকেই চিত্রা কনস্ট্রাকশন ফার্মের নামে একটি চক্র স্থানীয়রা জমি বিক্রি করতে না চাইলেও তাদের জমি জবরদখল, ভয়ভীতি ও কম মূল্য দিয়ে কয়েকগুণ বেশি মূল্যে দলিল করছে। জানা গেছে, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমের নামে গত ফেব্রুয়ারি মাসে ২১টি দলিলের মাধ্যমে চার একর ধানী জমির দলিল করা হয়েছে। নড়াইল সদরের সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এসব দলিল সম্পন্ন করেন। দলিল লেখক ছিলেন খোকন চন্দ্র রায় এসব কাজে সার্বক্ষণিক সাহায্য করছে কথিত চিত্রা কনস্ট্রাকশনের পরিচালক ও জমি এজেন্ট খন্দকার এজাজুল হাসান বাবু। দক্ষিণ নড়াইল এলাকার এবিএম কামরুল আহসান নামে জমির মালিক জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে জানান, বেঙ্গল গ্রুপ মুলিয়া ইউনিয়নের ৬৬নং বাঁশভিটা মৌজায় নির্মাণাধীন হাসপাতালের সঙ্গে লাগোয়া হাল ৭৯, ৮০ ও ৮১ এই তিনটি দাগে তার নিজ নামের ৮২ শতক ধানী জমিতে বালি ভরাট করছে। বিষয়টি জানার পর অবাক ও বিস্মিত হই। পরে আমার জমি ফেরত পেতে ৪ এপ্রিল ঢাকাস্থ ৭৫ গুলশান এভিনিউ ঢাকার বেঙ্গল গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করে কথা বলেছি। তারা বিষয়টি সুরাহার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোন সমাধান হয়নি। বাঁশভিটা গ্রামের তোরাব আলী জানান, নির্মিতব্য হাসপাতাল এলাকায় তার বসতভিটাসহ ৯ শতক জমি রয়েছে। তিনি জায়গা বিক্রি করবেন না বললেও হাসপাতাল নির্মাণের নামে বাবু, বাবুল আক্তার ও স্থানীয় মুলিয়া ইউনিয়নের মেম্বর পলাশ মালাকার ৯ শতক জমির ক্ষতিপূরণের টাকা দিয়ে জোরপূর্বক জমির দলিল নিয়ে গেছে। তিনি এ জমি ফেরত চাইলে দালালরা জমি লিখে দিতে চাপ প্রয়োগ করছে। নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান রোজ ও সাধারণ সম্পাদক পলাশ আহসান জানান, নির্মাণাধীন শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতালের জমি ক্রয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ পেয়ে বেঙ্গল গ্রুপের উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য ২৪ মে নড়াইলে নির্মাণাধীন হাসপাতাল এলাকায় আসে। শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের পরিচালক ও প্রয়াত শুভ্রা মুখার্জীর আত্মীয় অয়ন রঞ্জন দাস বলেন, শুনেছি নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জীর নামে হাসপাতাল হবে। কিন্তু তা করতে গেলে অবশ্যই শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনকে অবহিত করা উচিত। কারা শুভ্রা মুখার্জী ট্রাস্টি বোর্ডের সদস্য, কারা এ হাসপাতাল নির্মাণ করছে তা আমরা কিছুই জানি না। জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী বিষয়টি সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
×