ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনির আহাম্মদ সোনালী ব্যাংকের জিএম

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ জুন ২০১৭

মনির আহাম্মদ সোনালী ব্যাংকের জিএম

মনির আহাম্মদ সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস দক্ষিণের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৩ সালে সোনালী ব্যাংক লিমিটেডে শিক্ষানবিশ কর্মকর্তা সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্র্ণ শাখায় কাজ করাসহ ২৫ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে ও প্রিন্সিপাল অফিসপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি ২৩ কোটি টাকার শেয়ার বিক্রি করবে সিঙ্গার বিডি উদ্যোক্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা। ঘোষণা অনুযায়ী প্রায় ২৩ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা রিটেল হোল্ডিংস বোল্ড বি.ভির কাছে মোট ৩ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৯৪১টি শেয়ার রয়েছে। এর মধ্যে মোট ১২ লাখ শেয়ার বিক্রয় করবেন। যার বাজার মূল্য ২২ কোটি ৮০ লাখ টাকা। বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, বুধবার লেনদেন চলাকালীন ১টার দিকে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সর্বশেষ শেয়ার দর ১৯০.০০ টাকা।
×