ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইন ভঙ্গ করে স্ট্যান্ডার্ড সিরামিক পরিচালকের শেয়ার বিক্রি

প্রকাশিত: ০৬:৪২, ১৫ জুন ২০১৭

আইন ভঙ্গ করে স্ট্যান্ডার্ড সিরামিক পরিচালকের শেয়ার বিক্রি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন ভঙ্গ করে ঘোষণা ছাড়াই ১২ লাখ ৩৭ হাজার ২১৪টি বা ১৯.১৫ শতাংশ শেয়ার বিক্রি করেছে স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালকরা। টাকার অংকে বিক্রি করা এ শেয়ারের মূল্য প্রায় ৭ কোটি টাকা। কোম্পানির পরিচালকরা এ শেয়ার বিক্রি করেছেন মাত্র এক মাসের ব্যবধানে। এদিকে উল্লেযোগ্য পরিমাণ শেয়ার বিক্রির মাধ্যমে শেয়ারধারণ সংক্রান্ত আইনও ভঙ্গ করেছে পরিচালকরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ক্ষেত্রে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ৩০ দিনের আগাম ঘোষণার বিধান রয়েছে। কিন্তু স্টান্ডার্ড সিরামিকের পরিচালকরা এপ্রিল মাসের বাজার দর অনুযায়ী, প্রায় ৭ কোটি টাকার শেয়ার বিক্রি করলেও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রির কোন ঘোষণা দেয়নি। এটি সিকিউরিটিজ আইনে অপরাধ হলেও এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোন ব্যবস্থা নেয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত শেয়ারধারণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত স্টান্ডার্ড সিরামিকের পরিচালকদের অংশে ৪৭.৬০ শতাংশ শেয়ার থাকলেও ৩০ এপ্রিল তা ২৮.৪৫ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ উক্ত সময়ের মধ্যে এ কোম্পানির পরিচালকরা ১৯.১৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। আলোচ্য সময়ের শেয়ারটি ৫৫.৯০ টাকা থেকে ৬৩.৭০ টাকায় লেনদেন হয়েছে। সে হিসেবে গড় মূল্য অনুযায়ী ১২ লাখ ৩৭ হাজার ২১৪টি শেয়ার প্রায় ৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন এ কোম্পানির পরিচালকরা। কিন্তু ডিএসইর ওয়েবসাইটে এ শেয়ার বিক্রির কোন ঘোষণা দেখা যায়নি। এ সময়ে এ কোম্পানির প্রতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীর অংশে যথাক্রমে ১.১২ শতাংশ এবং ১৮.০৩ শতাংশ শেয়ার বৃদ্ধি পেয়েছে। এদিকে সম্মিলিত শেয়ারধারণ সংক্রান্ত সিকিউরিটিজ আইনও লঙ্ঘন করেছে এ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থাকলেও ৩০ এপ্রিল পর্যন্ত এ কোম্পানির পরিচালকরা ২৮.৪৫ শতাংশ শেয়ার ধারণ করেছেন। ফলে রাইটের মাধ্যমে অর্থ উত্তোলনের যোগ্যতাও হারিয়েছে এ কোম্পানি। এ বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি স্টান্ডার্ড সিরামিকের কোম্পানি সচিব জামাল উদ্দিন ভূঁইয়া। একাধিক বার যোগাযোগ করা হলেও ‘এ সম্পর্কে কোন মন্তব্য নেই। সব তথ্য ওয়েবসাইটে দেয়া আছে’ বলে এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। এ কোম্পানির মোট ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০টি শেয়ারের মধ্যে বর্তমানে উদ্যোক্তা/পরিচালকদের হাতে ২৮ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
×