ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বাড়ল ১৫০ কোটি টাকা

প্রকাশিত: ০৬:৪১, ১৫ জুন ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বাড়ল ১৫০ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকে ছিল মিশ্র প্রবণতা। বুধবারে দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও সূচকের আহামরি কোন পরিবর্তন আসেনি। কারণ ছোট ও মাঝারি মূলধনী কোম্পানির দর বেশি বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, রমজান মাসের শেষের দিকে বিনিয়োগকারীদের মুনাফা চাপ কমে যাওয়ায় শেয়ার কেনার আদেশ আগের তুলনায় বেড়েছে। ফলে লেনদেন কিছুটা বাড়তে শুরু করেছে। এছাড়া বাজেট পরবর্তী পর্যালোচনাও শেষ করেছে বিনিয়োগকারীরা। তবে বস্ত্র খাতের প্রতি আলাদা চাহিদা তৈরি করেছে মূলত বাজেটে খাতটির প্রতি কিছুটা প্রণোদনা থাকার কারণে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৫৪৭ কোটি ২৫ লাখ বা সাড়ে ৫০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৪৭ কোটি ২১ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৪০০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, সেন্ট্রাল ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিম, বিডি ফাইনান্স, লঙ্কাবাংলা ফাইনান্স, একটিভ ফাইন, মবিল যমুনা বিডি, আমরাটেক ও সিএমসি কামাল। ডিএসইতে দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফাইন ফুড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, আর্গন ডেনিম, সিএমসি কামাল, এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, বিডিকম, আরডি ফুড ও ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইয়াকিন পলিমার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রিপাবলিক, পূরবী জেনারেল, প্রগতি লাইফ, তাকাফুল ইন্স্যুরেন্স, এ´িম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, হাক্কানী পাল্প ও প্রিমিয়ার ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইডিএলসি, হামিদ ফেবিক্স, মবিল মযুনা বিডি, বিকন ফার্মা, পিএইচপি মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল ও নূরানী ডাইং।
×