ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কিডনি ও হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস প্রতিরোধী ওষুধ

প্রকাশিত: ০৬:৪১, ১৫ জুন ২০১৭

কিডনি ও হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস প্রতিরোধী ওষুধ

টাইপ টু ডায়াবেটিক রোগীদের ব্লাড সুগার মাত্রা কমানোর একটি ডায়াবেটিস প্রতিরোধী ওষুধ হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। সোমবার প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ৩০টি দেশে ১০ হাজারের বেশি রোগীর ওপর ক্যানাগ্লিফ্লোজিন ব্যবহার করে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর এ তথ্য পাওয়া যায়। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এ সমীক্ষায় দেখা যায়, ওষুধটি হৃদরোগের ঝুঁকি মোটের ওপর ১৪ শতাংশ কমায় এবং হাসপাতালে রোগীদের হৃদক্রিয়া বন্ধ হওয়ার ঝুঁকি কমে ৩০ শতাংশ। ওষুধটি মারাত্মক কিডনি রোগের ঝুঁকি কমাতেও উল্লেখযোগ্য প্রভাব রাখে এবং এ ক্ষেত্রে ঝুঁকি কমে ৪০ শতাংশ। জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের এ সমীক্ষায় বলা হয়, টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় যথেষ্ট ব্যবহার রয়েছে ওষুধটির। সারা বিশ্বে প্রায় ৪০ কোটি ৫০ লাখ মানুষ ভুগছে টাইপ টু ডায়াবেটিসে। গ্রুপের ব্রুস নীল বলেন, টাইপ টু ডায়াবেটিক রোগীরা করোনারি হৃদরোগের কারণে মারা যায় সবচেয়ে বেশি। তিনি বলেন, আমাদের সমীক্ষায় বলা হয়েছে, ক্যানাগ্লিফ্লোজিন কেবল হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে না, সুফল নিয়ে আসে আরও অনেক ক্ষেত্রে। স্পর্শে ঘড়ির রং বদল! জাপানের সনি কোম্পানি ‘এফইএস’ ঘড়ি বিশ্ব ফ্যাশনে নতুন মাত্রা দিয়েছে। এবার এই কোম্পানি ইউ ভার্সনের নতুন ঘড়ি বাজারে এনেছে। যা স্পর্শ করলে রং বদলে যায়। ঘড়ির ‘প্রিমিয়াম ব্ল্যাক’ মডেলের দাম ৫৪৪ মার্কিন ডলার। আর স্টিলের সাধারণ ঘড়িগুলোর দাম ৪১৭ মার্কিন ডলার। -টেকক্রাঞ্চ বৃষ্টির রানী... দক্ষিণ আফ্রিকার লিম্পোপোয় বালোবেডু উপজাতির রানী মাসালানাবো মোদজাজির (১২) রয়েছে বৃষ্টি নামানোর ক্ষমতা। দাবি প্রজাদের। দু’শ বছরের পুরনো বালোবেডুর সমাজ ব্যবস্থা নারীতান্ত্রিক। পূর্বতন রানী ছিলেন মাসালানাবোর মা। তিনি ছিলেন, ইংরেজী শিক্ষায় শিক্ষিত, কম্পিউটার ও গাড়ি চালানোয় দক্ষ। ২০০৫ সালে মায়ের মৃত্যুর পরে রানী হয় তিন মাসের শিশু মাসালানাবো। মায়ের মৃত্যুর পরে পালক মা-বাবা এ্যাঞ্জি ও মাথোলে মোৎশেগার কাছে থাকে মাসালানাবো। - গাল্ফ নিউজ
×