ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মত পাল্টালে ব্রিটেনের জন্য ইইউর দরজা খোলা ॥ ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৬:৪০, ১৫ জুন ২০১৭

মত পাল্টালে ব্রিটেনের জন্য ইইউর দরজা খোলা ॥ ম্যাক্রোঁ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার ফিরতে চাইলে ব্রিটেনের জন্য দরজা খোলা থাকবে বলে জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে এই সিদ্ধান্ত বদলাতে হবে ব্রেক্সিট নিয়ে আলোচনা শেষের আগে। খবর বিবিসির। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউতে ব্রিটেনের থেকে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ ব্রিটেনের জনগণের সিদ্ধান্তের প্রতি তার আস্থা থাকার কথাও জানান। তিনি বলেন, অবশ্যই দরজা খোলা। যতক্ষণ পর্যন্ত ব্রেক্সিট আলোচনা শেষ না হচ্ছে। তবে এটাও ঠিক, ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সার্বভৌম সিদ্ধান্ত নিয়েছে। আমি সবসময় জনগণের মতের ওপর আস্থাশীল। তা ফ্রান্সের জনগণই হোক কিংবা ব্রিটেনের জনগণ। ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু হয়ে গেলে ব্রিটেনের ফেরার পথ কঠিন হয়ে যাবে বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। ব্রিটেনের ইইউতে ‘ফেরা’ নিয়ে একই ধরনের বক্তব্য এসেছে জার্মানির কাছ থেকেও। মঙ্গলবার ব্লুমবার্গ টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে জার্মানির অর্থমন্ত্রী ভোলফগ্যাঙ শোয়েবলা বলেন, ব্রিটেন চাইলে ব্রেক্সিট বিষয়ে সিদ্ধান্ত বদলাতে পারে। উত্তর-পূর্ব ভারতে প্রবল বর্ষণ, বন্যা ॥ মৃত ১২ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম ও অসমে গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাতে সিনিয়র এক কর্মকর্তা একথা জানান। তিনি বলেন, ‘বন্যায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের ৩৫০টি বাড়ি ভেসে গেছে এবং রাজ্যের লংগ্লেই জেলার তাবাংয়ে ১০ জন মারা গেছে। আরও ১০ জনের মতো নিখোঁজ হয়েছে।’ খবর সিনহুয়া’র। অসমের রাজধানী গুয়াহাটিতে ভারী বর্ষণ চলাকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই জন মারা যায়। এদের একজন স্কুল শিশু ও অপরজন রিকশা চালক। ডেপুটি কমিশনার এম. আঙ্গামুতু গণমাধ্যমকে বলেন, ‘নগরীর বন্যা কবলিত জু রোড এলাকায় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের ৪ লাখ রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নগরীর একটি বড় অংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে।
×