ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার গঠনের অপেক্ষায় আছি ॥ জেরেমি করবিন

প্রকাশিত: ০৬:৩৯, ১৫ জুন ২০১৭

সরকার গঠনের অপেক্ষায় আছি ॥ জেরেমি করবিন

ব্রিটেনের গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ভাল ফল করার পর প্রথম ওয়েস্টমিনিস্টার বৈঠকে দেশটির বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন বলেছেন, ‘সরকার গঠনের জন্য আমরা অপেক্ষা করে আছি।’ সঙ্গে সঙ্গে তুমুল করতালি দিয়ে নিজ দলের পার্লামেন্ট সদস্যরা তার এ কথাকে স্বাগত জানান। নির্বাচনে ভাল করায় লেবার দলীয় সাপ্তাহিক পার্লামেন্টারি বৈঠকে করবিনকে উচ্ছ্বসিত সংবর্ধনা দেয়া হয়েছে। খবর ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের। এ ছাড়া শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার লোক লেবার দলে যোগ দিয়েছেন। করবিন বলেন, ‘গত বৃহস্পতিবার টেরেসা মের নির্বাচনী খেলায় আমরা ভাল করেছি। প্রতিটা অঞ্চলে আমরা প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছি। এতে গোটা ব্রিটিশ জাতি ও আমি বিশেষভাবে আনন্দিত। কারণ স্কটল্যান্ডেও আমরা প্রতিনিধি বাড়াতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘১৯৪৫ সালের পর এই প্রথম বিপুল দলীয় ভোট বাড়াতে সক্ষম হয়েছি। ১৯৯৭ সালের পর প্রথমবারের বড় অঙ্কের আসন সংখ্যা বাড়িয়েছি। এখন নির্বাচন শেষ হয়েছে। আমাদের পরবর্তী কাজ হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যদের সমর্থন নিয়ে ক্ষমতা গ্রহণ করা। আমরা নির্বাচনের যে ঢালে আছি, সেখানে শক্তভাবে দাঁড়িয়ে প্রচারাভিযান চালিয়ে যেতে হবে।’ নির্বাচনের আগের পার্লামেন্টারি বৈঠকগুলোর সঙ্গে সর্বশেষ যেটি হয়ে গেছে, বৈশিষ্ট্যগতভাবে সেটিতে বিশাল ফারাক দেখা গেছে। আগে যখন লেবার দলের বৈঠক বসতো তখন তিক্ত বিভাজন ছিল। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বৈঠক থেকে বেনামী বিবৃতি পর্যন্ত দেয়া হতো। কিন্তু সেখান থেকে সরে এসেছে লেবার এমপিরা। সোমবার জেরেমি করবিনের কঠোর সমালোচক লেবার দলীয় পার্লামেন্ট সদস্য চুকা উম্মুন্না বৈঠককে চমৎকার বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধতাই আমাদের সেøাগান, সরকার গঠন করাই আমাদের উদ্দেশ্য।’ পরবর্তীতে লেবার দলের একটি সূত্র জানায়, দলটির পার্লামেন্ট সদস্যদের মধ্যে যারা করবিনের নেতৃত্বের ওপর আস্থা রাখতেন না, তাকে নানাভাবে ছোট করে দেখতেন, তারা এবার তার প্রতি ভালই সৌজন্যতা দেখিয়েছে। লেবার দলীয় শীর্ষ নেতৃত্ব কয়েকদিনের মধ্যে ছায়া মন্ত্রিসভা ঘোষণা দেয়ার প্রস্তুতি নিয়েছে। তবে এতে বড় কোন পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না। গত গ্রীষ্ম থেকে খালি আছে এমন কিছু পদ পূরণের চেষ্টা করে যাচ্ছে দলটি।
×