ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড় দস্যুদের কঠোর হস্তে দমন করুন ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০৬:২৫, ১৫ জুন ২০১৭

পাহাড় দস্যুদের কঠোর হস্তে দমন করুন ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য অঞ্চলে পাহাড় দস্যুদের কঠোর হস্তে নিবৃত করার দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। অতি বর্ষণে পাহাড়ী অঞ্চলে পাহাড় ধসে বহু মানুষের হতাহতের ঘটনার প্রেক্ষিতে এ দাবি জানাল ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি চট্টগ্রাম, রাঙ্গামাটি ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে শতাধিক মানুষের মর্মান্তিক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, ভূমিদস্যু কর্তৃক অবাধে পাহাড় কাটা, পাহাড় প্রকৃতিকে ধ্বংস করা, নিয়ম না মেনে পাহাড়ে অবৈধ বসতি স্থাপনের কারণে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। পাহাড় ও এর প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের গাফিলতির কারণে এরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। তারা বলেন, পাহাড়ের সম্পদ রক্ষায় পাহাড় দস্যুদের কঠোর হস্তে নিবৃত করা দরকার। বিবৃতিতে তারা পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ দুর্ঘটনায় নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ওষুধের ফেরিওয়ালা আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র হাইতিতে ওষুধের ফার্মেসি নেই বললেই চলে। এখানে জীবন রক্ষাকারী ওষুধ বিক্রি হয় রাস্তা-ঘাটে ফেরি করে। হাইতির মানুষের প্রয়োজনীয় ওষুধের নব্বই শতাংশের যোগান আসে এই ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের কাছ থেকেই। -ওয়েবসাইট সবচেয়ে উত্তপ্ত গ্রহ বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ৬৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত কেল্ট-৯বি নামের সবচেয়ে উত্তপ্ত গ্রহের সন্ধান পেয়েছেন যার পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৪ হাজার ৩২৭ ডিগ্রী সেলসিয়াস। গ্রহটির পুরো কক্ষপথ ঘুরে আসতে মাত্র ৩৬ ঘণ্টা সময় লাগে। -ডেইলি মেইল
×