ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সুইডেন সফরের কূটনৈতিক তাৎপর্য নেই ॥ রিজভী

প্রকাশিত: ০৬:২৪, ১৫ জুন ২০১৭

প্রধানমন্ত্রীর সুইডেন সফরের কূটনৈতিক তাৎপর্য নেই ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর সুইডেন সফরের তেমন কোন কূটনৈতিক তাৎপর্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের এত বড় প্রাকৃতিক বিপর্যয়ে লাশের সংখ্যা যখন ক্রমেই বাড়ছে তখন উপদ্রুত মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিরুদ্বেগে বিদেশ সফরে গিয়েছেন। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী ঢলে মারাত্মক মানবিক বিপর্যয় ঘটেছে। দুর্গত মানুষ এখন আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় পাচ্ছে না। সেখানকার অবস্থা ক্রমাগতভাবে বেহাল হচ্ছে। ক্ষমতাসীনরা মুখে উন্নয়নের কথা প্রচার করলেও চট্টগ্রাম ও পার্বত্য এলাকার অবকাঠামোগত কোন উন্নয়নই হয়নি। ওই এলাকায় দুর্গত মানুষদের প্রতি সরকারের অবহেলার কারণে জনগণ ক্ষুব্ধ। রিজভী বলেন, বর্তমান ক্ষমতাসীনরা মুখে তুবড়ি ছুটিয়ে উন্নয়নের কথা প্রচার করে। কিন্তু চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটিতে অবকাঠামোগত কোন উন্নয়নই হয়নি। এ কারণে দুই দিনের প্রবল বর্ষণে মাটি চাপায় অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ওই সব এলাকায় উন্নত রাস্তাঘাট নেই। নেই বিদ্যুত। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কার আগাম বার্তা জানানোর কোন আধুনিক প্রযুক্তির ব্যবহার নেই। সেখানে সম্ভাব্য ল্যান্ডসøাইড এলাকাগুলো এড়িয়ে রাস্তাঘাট ও লোকবসতি তৈরি হয়নি বলেই এই ভারি বর্ষণে পাহাড় ধসে এত মানুষের প্রাণহানি ঘটেছে। রুহুল কবির রিজভী বলেন, দেশে কোন দুর্যোগ হলে অন্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিদেশ সফর বাতিল করে নিজ দেশে উপদ্রুত মানুষের পাশে গিয়ে দাঁড়ান।
×