ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুধের চাহিদা মেটাতে-

প্রকাশিত: ০৬:২২, ১৫ জুন ২০১৭

দুধের চাহিদা মেটাতে-

কাতারের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে আরবের সাতটি দেশ। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যসামগ্রীর সঙ্কটে ভুগছে ছোট এই দেশটি। তার মধ্যে দুধ উৎপাদনের সমস্যা অন্যতম। এই সঙ্কটের সময় দেশটির পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের চেয়ারম্যান মৌতাজ আল খায়াত নামে কাতারের এক ব্যবসায়ী অস্ট্রেলিয়া-আমেরিকা থেকে বিমানে করে হোলস্টেইন জাতের প্রায় ৪ হাজার দুধেল গাই আনার কথা ভাবছেন। এসব গাই দিয়ে কাতারেই একটি ডেইরি ফার্ম খোলার পরিকল্পনা করেছেন তিনি; এতে দেশে দুধ সঙ্কট কাটবে বলে আশা তার। ওই চার হাজার গরু আনতে কাতার এয়ারওয়েজের ৬০টি ফ্লাইট লাগবে বলে জানান মৌতাজ। প্রথমে পরিকল্পনা ছিল সেপ্টেম্বরে গরু আনবেন মৌতাজ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জুন মাসের শেষেই দুধ উৎপাদন শুরু করে দিতে চান তিনি। জঙ্গীবাদে অর্থায়নের অভিযোগে কাতারের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে সৌদিসহ সাত দেশ। এই সৌদি সীমান্ত দিয়েই প্রায় ৪০ শতাংশ খাদ্যসামগ্রী প্রবেশ করত কাতারে। প্রায় ১০ লাখ কাতারবাসীর দুধের চাহিদা মেটাত তারা। ইরান সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও নিত্য প্রয়োজনীয় জিনিস উৎপাদনই এখন অন্যতম বাধা কাতারের কাছে। এই পরিস্থিতিতে শুধু মৌতাজের মতো ব্যবসায়ীরাই নন, সাধারণ নাগরিকও একজোট হতে শুরু করেছেন আরববিশ্বে কাতারকে একঘরে করার বিরুদ্ধে।-বিবিসি অবলম্বনে।
×