ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্প ভিলেজ’

প্রকাশিত: ০৬:২২, ১৫ জুন ২০১৭

‘ট্রাম্প ভিলেজ’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথের পর থেকেই তার নামে নানা কিছুর নামকরণ হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্পের নামে ভারতের একটি গ্রামের নামকরণ করা হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করতেই নাকি নেয়া হয়েছে এ উদ্যোগ। ভারতের রাজস্থানের এক গ্রামের এ নামকরণের প্রস্তাব করেছে ভারতীয় এক সমাজকর্মী। তার নাম বিন্দেশ্বর পাঠক। সুলভ ইন্টারন্যাশনাল নামের একটি সমাজকল্যাণমুখী সংগঠনের প্রধান তিনি। বিন্দেশ্বর পাঠক বলেন, রাজস্থানের মেওয়াট অঞ্চলের একটি গ্রামের নাম হবে ট্রাম্প ভিলেজ। এই নাম রাখার পক্ষে যুক্তি দেখিয়ে বিন্দেশ্বর পাঠক বলেন, এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সুসম্পর্কের একটা বড় উদাহরণ। -দ্যা ওয়্যার অবলম্বনে।
×