ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের জন্য লড়ছে পাকিস্তান

প্রকাশিত: ০৬:১৫, ১৫ জুন ২০১৭

জয়ের জন্য লড়ছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানের দুর্ধর্ষ বোলিং আক্রমণে বিধ্বস্ত ইংল্যান্ড অলআউট হয়ে গেছে মাত্র ২১১ রানে। বুধবার কার্ডিফে ফেবারিট ইংলিশদের ব্যাটিং কাঁপিয়ে দিয়েছেন পাকি পেসাররা। ১ বল বাকি থাকতেই অলআউট হয় ইয়ন মরগানের দল। অথচ ইনজুরি ফিটনেস ঘাটতির জন্য মোহাম্মদ আমির এদিন খেলতে পারেননি। তবে জুনাইদ খান, রুম্মন রইস আর হাসান আলি মিলে বাঁহাতি তারকার অভাবটা মোটেই বুঝতে দেননি। পতন হওয়া ১০ উইকেটের সাতটিই নিয়েছেন এই তিন পেসার মিলে। ৬ষ্ঠ ওভারের পঞ্চম বলে দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় ইংলিশরা। আমিরের পরিবর্তে জায়গা করে নেয়া রইসের বলে বাউন্ডারি মারতে গিয়ে টাইমিং গড়বড় করে কাভারে বাবর আজমের হাতে ধরা পড়েন এ্যালেক্স হেলস (১৩)। অবশ্য এর আগে একবার এলবিডাব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন তিনি। এরপর ছোট ছোট কিছু জুটি হয়েছে। আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যান। কোন জুটিই পঞ্চাশ স্পর্শ করতে পারেনি। জুনায়েদ এবং হাসান আলির মারাত্মক বোলিংয়ে দিশেহারা ইংলিশরা। জেসন রয়ের অফফর্মে একাদশে ফেরা জনি বেয়ারস্টো ওপেন করতে নেমে ৫৭ বলে ৪৩ রান করে হাসান আলির শিকারে পরিণত হন। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ার পর জো রুটকে (৪৬) ফিরিয়ে ইংলিশদের বিপদ বাড়িয়ে দেন আলোচিত তরুণ লেগস্পিনার শাদাব খান। ইয়ন মরগান, বেন স্টোকস মিলে চেষ্টা করেছিলেন; কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে হাসান আলির বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী হন অধিনায়ক মরগান। স্টোকস ফেরেন ব্যক্তিগত ৩৪ রানে। বিপদের মাঝে জস বাটলার (৪) এবং মঈন আলীও (১১) কিছু করে দেখাতে পারেননি। দু’জনেই শিকার হয়েছেন জুনায়েদ খানের। ইংল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের পাঁচজনই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন হাসান আলি। জুনাইদ ও রইসের শিকার দুটি করে।
×