ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এডিস মশা ধ্বংসে ঢাকায় ৯২ স্থানে নামছেন মেডিক্যাল শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৬:১৪, ১৫ জুন ২০১৭

এডিস মশা ধ্বংসে ঢাকায় ৯২ স্থানে নামছেন মেডিক্যাল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ চিকুনগুনিয়ার বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঢাকার ৯২ স্থানে নামছে মেডিক্যাল শিক্ষার্থীরা। আগামী ১৭ জুন বিভিন্ন মেডিক্যালের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবে স্বাস্থ্য অধিদফতর। ১৭ জুন সকাল নয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত ঢাকা শহরের যত সরকারী-বেসরকারী মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিক্যাল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলসহ যত চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে সবাই সকাল নয়টায় নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে জড়ো হবে। শিক্ষক ও অতিথিরা তাদের নির্দেশনা দেবেন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঢাকা শহরের নির্ধারিত এলাকায় ছড়িয়ে পড়বেন। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচী ঘোষণা করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, এডিস মশার কারণে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বৃষ্টি ও আবহাওয়ার উষ্ণতা বেশি হওয়ায় চিকুনগুনিয়ার বাহক এডিস মশা দ্রুত বাড়ছে। সম্প্রতি ঢাকা শহরে একটি জরিপ চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ৪৭ ওয়ার্ডে এডিস মশার প্রজনন ক্ষেত্র দেখেছি। স্বাভাবিক মাত্রার ইনডেক্স ২০ হলেও ঢাকা শহরের ৪৭ ওয়ার্ডের গড় সূচক ৫২; যা দ্বিগুণের বেশি। অর্থাৎ ঢাকা শহরের এডিস মশার প্রকোপ অনেক বেশি এবং এ কারণে চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। ঢাকার বাইরে অন্য নগরীতে চিকুনগুনিয়ার দু’একটা কেস পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, কামড় খেয়েছে ঢাকায়। কিন্তু জ্বর হয়েছে ঢাকার বাইরে গিয়েÑ এমনটিও হয়েছে। এই মুহূর্তে ঢাকা নগরী আতঙ্কের কারণ। সিটি কর্পোরেশনের কর্মীবাহিনী মশক নিধন কর্মসূচী পালন করছে জানিয়ে তিনি বলেন, এই মশাগুলো ঘরের ভেতরে থাকে। বাইরে ফগিং করলে তাতে মশা খুব মরছে বলে মনে হচ্ছে না। একই সঙ্গে তাদের কর্মীবাহিনীর সঙ্কট রয়েছে। এ ধরনের দুর্যোগে যে ধরনের কর্মীবাহিনী দরকার তাদের সেটা নেই। আবুল কালাম আজাদ বলেন, চিকিৎসকদের চেম্বারে রোগী আসছে। লক্ষণ হলো অনেক জ্বর, গোড়ালিসহ বিভিন্ন জয়েন্টে ব্যথা। কেউ কেউ ৪-৫ দিনের মধ্যে সেরে উঠলেও কিছু ক্ষেত্রে ৪-৬ মাস সময়ও লাগতে পারে। অনেকে চলাফেরাও করতে পারে না। এ জন্য এটাকে অবজ্ঞা করতে পারি না। শুশ্রƒতার প্রতীক সাদা এ্যাপ্রোন পরিহিত মেডিক্যাল শিক্ষার্থীরা মহানগরীর ৯২ এলাকায় ঘুরে ঘুরে এ অভিযান চালাবেন। এ কার্যক্রম সফল করতে বিভিন্ন মেডিক্যাল কলেজে আজ থেকে তিনদিনব্যাপী (১৪, ১৫ ও ১৬ জুন) অভিযান বিষয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের আহ্বানে সাড়া দিয়ে মেডিক্যাল শিক্ষার্থীরা ঈদের ছুটি কাটাতে বাড়ি যাওয়া বিলম্বিত করে এ কর্মসূচীতে অংশ নিতে রাজি হয়েছেন। অভিযান চলাকালে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিদর্শন ও কাজের সমন্বয় করবেন। ১৭ জুন মশক নিধন কার্যক্রমে রাজধানীর ৯২ স্পটে কমপক্ষে ১০ হাজারের বেশি চিকিৎসক ও বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।
×