ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খায়রুল কবির খোকনের জামিন বহাল

প্রকাশিত: ০৮:৩৭, ১৪ জুন ২০১৭

খায়রুল কবির খোকনের জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ঢাকা ও নরসিংদীতে দায়ের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেয়া জামিনাদেশ বহাল রেখেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। অন্যদিকে ইলেক্ট্রনিক্স পণ্যের গুদাম থেকে সোনা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে হাইকোর্টের দেয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আপীল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশগুলো প্রদান করেন। খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পাঁচ মামলায় হাইকোর্টের দেয়া জামিনাদেশ বহাল রেখেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার জজ আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। আদালতে খোকনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। আদেশ স্থগিত ইলেক্ট্রনিক্স পণ্যের গুদাম থেকে সোনা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে হাইকোর্টের দেয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে আদেশের বিষয়টি ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
×