ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমি ধসে আহদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৮:৩৪, ১৪ জুন ২০১৭

ভূমি ধসে আহদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার সব হাসপাতাল এবং চিকিৎসকদের ভূমিধসে আহতদের দ্রুত জরুরী চিকিৎসা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা তৎপর থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চট্টগ্রাম বিভাগের পরিচালকসহ সিভিল সার্জনদের সার্বক্ষণিক সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার এক বিবৃতিতে পাহাড় ধসে সেনাসদস্যসহ সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে স্বজনদের প্রতি আন্তরিক সহানুভূতি জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য ইতোমধ্যে চিকিৎসক ও নার্সদের নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সেবা প্রদানে নিরলস কাজ করে চলেছে। চিকিৎসকদের সুরক্ষায় শীঘ্রই আইন এদিকে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের সুরক্ষায় শীঘ্রই আইন করা হবে। চিকিৎসক নেতাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই এ আইন করা হবে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে টাকার অঙ্কে বাজেট বাড়লেও তা নিয়ে আমি সন্তুষ্ট নই। স্বাস্থ্যখাতে আরও বরাদ্দ দরকার ছিল। বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, দেশের জনগণ জ্বালাও পোড়াও রাজনীতি থেকে মুক্তি চায়। খালেদা জিয়াকে বলব আপনি জ্বালাও পোড়াও রাজনীতি ছেড়ে নির্বাচনের পথে আসুন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। বক্তব্য রাখেন বিএমএ’র মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান প্রমুখ।
×