ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান

এসএসসি রসায়ন

প্রকাশিত: ০৭:০৫, ১৪ জুন ২০১৭

এসএসসি রসায়ন

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায়Ñ২ ॥ পদার্থের অবস্থা বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ০১। পদার্থ কয় অবস্থায় থাকতে পারে? উত্তর : ৩ অবস্থায় ০২। পদার্থের কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থাকে? উত্তর : কঠিন ০৩। কোন পদার্থের আকৃতি নির্দিষ্ট? উত্তর : কঠিন ০৪। কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়া ঘটে? উত্তর : বাষ্পীভবন ০৫। সাধারণ চাপ ও তাপমাত্রায় কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে? উত্তর : কঠিন পদার্থের ০৬। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বস্তুর কিসের পরিবর্তন হয়? উত্তর : অবস্থার ০৭। আন্তঃআণবিক শক্তি কাকে বলে? উত্তর : যে আকর্ষণশক্তির বলে অণুসমূহের পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। ০৮। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? উত্তর : কঠিন পদার্থের ০৯। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? উত্তর : গ্যাসীয় পদার্থের ১০। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি মধ্যম মানের? উত্তর : তরল পদার্থের ১১। বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কী? উত্তর : কারণ দেওয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা খেতে থাকে ১২। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম? উত্তর : কঠিন পদার্থের ১৩। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ নেই বললেই চলে? উত্তর : গ্যাসীয় পদার্থের ১৪। ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে? উত্তর : কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতন পদার্থ বলে। ১৫। কখন গ্যাসীয় কণাসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরয়ে যায়? উত্তর : স্ফুটনে ১৬। কোন শক্তির দ্বারা পদার্থকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা সম্ভব? উত্তর : তাপশক্তি ১৭। অণুসমূহ কখন নির্দিষ্ট অবস্থানে বিরাজ করে? উত্তর : অণুসমূহের গতিশক্তি অপেক্ষা আন্তঃআণবিক শক্তি বেশি হলে ১৮। তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কী ঘটে? উত্তর : অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় ১৯। কোন দ্রবণের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে? উত্তর : বায়বীয় ২০। কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌছাতে হয়? উত্তর : গলনাঙ্কে ২১। গ্যাসের চাপ কাকে বলে? উত্তর : বেলুন বা পাত্রের ভিতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে গ্যাসের চাপ বলে। ২২। তরলকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌছালে তা কোন অবস্থায় পরিণত হয়? উত্তর : গ্যাসীয় ২৩। যৌগের আণবিক ভর কম হলে ব্যাপন হার কেমন হয়? উত্তর : বেশি ২৪। ব্যাপন কাকে বলে? উত্তর : কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ২৫। বস্তুর ভর বাড়লে ব্যাপনের হার কেমন হয়? উত্তর : কমে যায়
×