ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন ভিলিয়ার্সই

প্রকাশিত: ০৬:৫৬, ১৪ জুন ২০১৭

ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন ভিলিয়ার্সই

স্পোর্টস রিপোর্টার ॥ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই বাজে নৈপুণ্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। বিদায় নিয়েছে আগেভাগেই। এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে বিশ্বসেরা ওয়ানডে দলটির এমন বিদায়ের পর তার অধিনায়কত্ব থাকবে কিনা তা নিয়েই ছিল আলোচনা। তবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ভরসা রাখছে তার ওপরই। উল্টো টি২০ অধিনায়কত্ব বর্তালো তার কাঁধে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজে প্রোটিয়া দলের নেতৃত্বে থাকছেন ভিলিয়ার্স। তিনি ফাফ ডু প্লেসিসের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন। বেশ কিছুদিন পারিবারিক ও ব্যক্তিগত ঝামেলা এবং ইনজুরির কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন ভিলিয়ার্স। ফেরার পর বেশ লড়াই করছেন তিনি নিজের পারফর্মেন্স নিয়ে। ওয়ানডে ও টি২০ ফরমেটে ফিরলেও টেস্ট ক্রিকেটে ফেরেননি তিনি। তবে এবার জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে তিনি দলকে নেতৃত্ব দেবেন। ৬ জুলাই লর্ডসে প্রথম টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে দু’দলের মধ্যে টেস্ট সিরিজ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরপরই তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। ২১ জুন সাউদাম্পটনে প্রথম, ২৩ জুন টন্টনে দ্বিতীয় এবং ২৫ জুন কার্ডিফে তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ সদস্যের দল ইতোমধ্যেই ঘোষণা করেছে সিএসএ। টি২০ সিরিজে বিশ্রাম পেয়েছেন হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি ও কাগিসো রাবাদা। ১৪ জনের দলের অলরাউন্ডার ডুয়াইন প্রিটোরিয়াস আনকোরা মুখ। তিনি এখনও অভিষেকের অপেক্ষায় আছেন। দক্ষিণ আফ্রিকা টি২০ দল ॥ এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফারহান বেহারডিয়েন, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ম্যাঙ্গালিসো মোসেলে (উইকেটরক্ষক), ওয়েন পারনেল, ডেন প্যাটারসন, আন্দিলে ফেহলুকোয়াও, ডুয়াইন প্রিটোরিয়াস, তাবরেজ শামসি ও জন-জন স্মুটস।
×