ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফরেও থাকছেন কুম্বলে

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ জুন ২০১৭

ওয়েস্ট ইন্ডিজ সফরেও থাকছেন কুম্বলে

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে দ্বিতীয় দফায় ভারত ক্রিকেট দলের দায়িত্ব নেয়ার পথে অনিল কুম্বলে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই ভারতের সাবেক এ অধিনায়ক ও স্পিনারের প্রধান কোচের মেয়াদ শেষ হবে। এ কারণে আগেভাগেই নতুন কোচের অনুসন্ধান শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইতোমধ্যেই অনেকে কোচ হওয়ার জন্য আবেদনও করেছেন। তবে বিসিসিআইয়ের কোচ নিয়োগ উপদেষ্টা প্যানেল থেকে কুম্বলের ব্যাপারেই সবুজ সঙ্কেত দেয়া হয়েছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির কিছুদিন পরই ওয়েস্ট ইন্ডিজ সফর এগিয়ে আসায় আপাতত সেখানেও কোচ হিসেবে থাকছেন কুম্বলে। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক উর্ধতন কর্মকর্তা। পূর্ণ মেয়াদের কোচ নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে পরবর্তীতে। কুম্বলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে জুনের পরই। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই আর ভারতের সঙ্গে দায়িত্ব পালন করার কথা নয় কুম্বলের। এ কারণেই আগ্রহীদের কাছে আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিসিআই। কুম্বলেও দ্বিতীয় দফায় কোচ হওয়ার জন্য আবেদন করেন। এছাড়া সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ টম মুডিও আবেদন করেন। কিন্তু বিসিসিআই কর্মকর্তা বিনোদ রাই জানিয়েছেন নির্বাচন প্রক্রিয়াটা এখন পর্যন্ত পর্যালোচনা করছে বিশেষ প্যানেল। কুম্বলেই বহাল থাকবেন কোচ হিসেবে নাকি অন্য কেউ আসবে তার জায়গায় সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও। এ বিষয়ে রাই বলেন, ‘যেহেতু এটা বিলম্বিত হচ্ছে। কুম্বলের অনুমোদন সাপেক্ষে তিনিই ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবেন দলের সঙ্গে দায়িত্ব নিয়ে।’ উল্লেখ্য, আগামী ২৩ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ভারতের। ওই সিরিজে একটি টি২০ ম্যাচও খেলবে ভারতীয় দল। সিরিজ শেষ হবে ৯ জুলাই। এর মধ্যেই পরবর্তী কোচ চূড়ান্ত করবে বিসিসিআই।
×