ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিল ৪-০ অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ৬-০ সিঙ্গাপুর, ১০ সেকেন্ডেই গোল ব্রাজিলের দিয়াগো সুজার

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার গোলবন্যা

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ জুন ২০১৭

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার গোলবন্যা

স্পোর্টস রিপোর্টার ॥ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের পর জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে নেইমারবিহীন ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রেসিফের ফরোয়ার্ড দিয়াগো সুজা। একটি করে গোল করেন থিয়াগো সিলভা ও টাইসন। কোচ টিটের অধীনে টানা নয় ম্যাচ জেতার পর হেরেছিল সেলেসাওরা। এক ম্যাচ পর আবারও স্বরূপে ফিরেছে সাম্বা ছন্দের দেশ। অন্যদিকে একইদিন আরেক প্রীতিম্যাচে গোলের সংখ্যায় ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৬-০ গোলে বিধ্বস্ত করেছে জর্জ সাম্পাওলির দল। অধিনায়ক লিওনেল মেসিসহ বেশ কয়েকজন তারকাকে ছাড়াই খেলতে নামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জিততে কোন বেগই পেতে হয়নি দুর্বল সিঙ্গাপুরের বিরুদ্ধে। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা আর্জেন্টিনা প্রথম গোল পায় ২৫ মিনিটে। গোলটি করেন ফ্যাবিও ফ্যাজিও। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এ্যাঞ্জেল কোরেইরা। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাম্পাওলির দল। বিরতির পর ৬০ মিনিটে গোমেজ করেন তিন নম্বর গোল। আর্জেন্টিনার চতুর্থ গোল আসে ৭৪ মিনিটে। করেন প্যারাডেস। মজার বিষয় হচ্ছে ম্যাচের ৯০ মিনিটেই দু’দু’টি গোল পায় আর্জেন্টিনা। প্রথমে করেন মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর ছয় নম্বর গোলটি করেন এ্যালারিও। অপর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে শুরুতেই দারুণ গোলে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। কিক অফ করে অস্ট্রেলিয়া। আর শুরুতেই ভুল। ১০ সেকেন্ডের মাথায় করা এই ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সেলেসাওরা। বেইলি রাইটের ভুল পাস ধরে মিডফিল্ডার গুইলিয়ানো কিছুটা এগিয়ে ডানদিকে দিয়াগো সুজাকে বল বাড়ান। নিয়মিত সুযোগের অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ড ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন (১-০)। এই গোলেই বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। কর্নার থেকে আসা বলে প্রথমে ডেভিড লুইসের হেড পোস্টে লাগার পর বিপদমুক্ত করতে ব্যর্থ হন স্বাগতিক এক খেলোয়াড়। সেই সুযোগে রড্রিগো কাইও হেডে বল বাড়ান গোলমুখে ছুটে আসা সিলভাকে। আর ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন পিএসজির এই ডিফেন্ডার। ৭৫ মিনিটে ব্রাজিলের হয়ে তিন নম্বর গোল করেন টাইসন। মিডফিল্ডার পাউলিনহোর কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন বদলি নামা এই ফরোয়ার্ড। ৮৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে অতিথিরা। বাঁপ্রান্ত থেকে উইলিয়ানের পাস পেয়ে রড্রিগুইনিয়োর নেয়া শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক। ম্যাচের যোগ করা সময়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুজা। উইলিয়ানের কর্নারে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে বাজিল। টানা ৯ ম্যাচ জিতে ইতোমধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে সেলেসাওরা। কোচ টিটের অধীনে ব্রাজিলের সেই জয়রথ থামায় আর্জেন্টিনা।
×