ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকে দেখিয়ে দিতে চান হাতুরাসিংহে

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ জুন ২০১৭

বিশ্বকে দেখিয়ে দিতে চান হাতুরাসিংহে

স্পোর্টস রিপোর্টার বার্মিংহ্যাম থেকে ॥ আর একদিন। এরপরই ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে হবে ম্যাচটি। এ ম্যাচটিতে ভারতকে হারিয়ে বিশ্বকে দেখিয়ে দিতে চান বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। মঙ্গলবার বাংলাদেশ দল বার্মিংহ্যামে অনুশীলন করে। সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে কিছু বলুন। এ কথা বলতেই কোচ জানিয়ে দেন, ‘আমরা এটাকে বড় ম্যাচ হিসেবে দেখছি না। এটা আমাদের কাছে বড় সুযোগ। বিশ্বকে আমাদের সামর্থ্য দেখিয়ে দিতে চাই। ছেলেরা এই সুযোগ কাজে লাগাতে পারবে বলে আমার বিশ্বাস।’ সংবাদ সম্মেলনে এরপর একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন। কি আত্মবিশ্বাস তার। চারটি দলের তিনটিই এশিয়ার। আপনার কি মনে হচ্ছে? হাতুরাসিংহে জানান, ‘এশিয়ান ক্রিকেটের জন্য এটা ভাল। যুক্তরাজ্যে যখন ক্রিকেট শুরু হয় তখন কেউ সেটা ভাবেনি। আমার ভাল লাগছে।’ ফাইনাল থেকে আর এক ধাপ দূরে আপনারা। কেমন বোধ করছেন? হাতুরাসিংহে বলেন, ‘অবশ্যই ভাল লাগছে। আমরা কিন্তু হালকা বোধ করছি। টুর্নামেন্ট যখন শুরু করেছিলাম তখন একরকম ছিল। এখন আমরা এই অর্জনে খুশি। আমাদের দলটি আত্মবিশ্বাসী। সেমিফাইনাল ম্যাচটি আমার দল আর ৮-১০টা ম্যাচের মতই মনে করছে।’ গত ২ বছরে ভাল করছে বাংলাদেশ। কিভাবে এই সফলতা এলো? কোচ জানান, ‘হ্যাঁ। এই দলটি ভাল করেছে। ২০১৫ বিশ্বকাপেও এই সফলতা দেখেছি। ধীরে ধীরে দল আরও ভাল করছে। আমরা দেশের মাটিতে ভাল খেলেছি (বাংলাদেশে)। এরপর আমরা বিদেশে ভাল করছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। অনেকে বলতেন আমরা বিদেশে ভাল করি না। এখন সেটাও শুরু হয়েছে।’ দলের পরিস্থিতি কেমন? সবাই আত্মবিশ্বাসী বলে জানান হাতুরাসিংহে, ‘দলের সবাই আত্মবিশ্বাসী। মনে আশা রয়েছে। আমাদের কম্বিনেশন ভাল। তাই কোন সমস্যা নেই। সেমিফাইনালে এসেছি। আমরা কোন চাপ নিচ্ছি না। উপভোগ করব আমরা এই ম্যাচটিকে। এই দলটি স্কিলড। বড় দলের বিপক্ষে অবশ্য বাইরের মাটিতে লড়াই করা কঠিন।’ বাংলাদেশ এই প্রথম সেমিফাইনালে খেলছে। আপনার প্রস্তুতি কেমন হয়েছে? কোচ জানান, ‘আমরা আর দশটা ম্যাচের মতোই প্রস্তুতি নিয়েছি। আমরা সব সময় দল ও কন্ডিশন দেখে প্রস্তুতি নেই। এবারও বড় দলের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। দলের ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’ ফাস্ট বোলিং লাইন-আপ নিয়ে বলবেন কিছু? ভারত-পাকিস্তানের চেয়ে কি বাংলাদেশের লাইনআপ ভাল? হাতুরাসিংহে তুলনায় যেতে রাজি নন, ‘আমি তুলনায় যাব না। তবে আমাদের চারজন ফাস্ট বোলার রয়েছে। শক্তির বিচার না করে বলব আমাদের ফাস্ট বোলিং লাইনআপে বৈচিত্র্য রয়েছে।’ বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টারে উঠেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে। কেমন লাগছে? হাতুরাসিংহে বলেন, ‘আমি মনে করি এসব না ভেবে এই সুযোগটি কাজে লাগাতে চাই। আমাদের খুব ভাল লাগছে। এখন ভাল করতে হবে।’ ব্যাটিং লাইনআপের তিন নম্বর নিয়ে ভাবছেন? ভাবনার কথাই জানান হাতুরাসিংহে, ‘আমরা ভেবেছি। তবে এখনই জানাতে পারছি না। সাব্বির ভাল করছে। এখন হয়তো সুযোগ পাচ্ছে না জ্বলে উঠতে।’ স্বপ্নের মতো মনে হচ্ছে কি? হাতুরাসিংহে সায় দিলেন, ‘হ্যাঁ মনে হচ্ছে। আবার আমরা প্রতিপক্ষ নিয়েও ভাবছি না। নিজেদের খেলাটা খেলব। স্বপ্ন কেন মনে হবে।’ শিখর-রোহিত ভাল করছে। কোন পরিকল্পনা রয়েছে কি? হাতুরাসিংহে বলেন, ‘আসলে সেভাবে পরিকল্পনা করা যায় না। ভারতের মিডলঅর্ডারও ভাল। তাই আমাদের চেষ্টা থাকবে দ্রুত তাদের রুখে দিতে। তবে পরিকল্পনা রয়েছে।’ ভারত ফেভারিট বলেছিলেন। এখন কি মনে হচ্ছে। বাংলাদেশ জিতলে কি অবাক হবেন? বাংলাদেশের সুযোগ আছে বলেই মনে করছেন হাতুরাসিংহে, ‘ভারত ভাল দল। আমাদের এখন সুযোগ আছে। অনেকে আশা করেনি আমরা সেমিতে উঠব। আমরা তাদের হারাতে পারলে বড় অর্জন হবে। এতটুকুই বলতে পারি।’ বাংলাদেশের ম্যাচে আম্পায়ার ধর্মসেনা। এ ব্যাপারে কিছু বলবেন? হাতুরাসিংহে জানান, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার দল এখন ম্যাচ নিয়ে ভাবছে।’ মুস্তাফিজের ব্যাপারে কিছু বলুন। মুস্তাফিজ এখনও নাকি শিখছেন, ‘মুস্তাফিজ প্রথমে ভাল করেছে। এখনও শিখছে। এছাড়া বৈচিত্র্য আনার চেষ্টা করছে। আশাকরি সামনে উন্নতি দেখা যাবে। দ্রুতই শিখে যায় সে।’
×