ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবার দৃষ্টি এখন এজবাস্টনে

প্রকাশিত: ০৬:৫৩, ১৪ জুন ২০১৭

সবার দৃষ্টি এখন এজবাস্টনে

মোঃ মামুন রশীদ ॥ আরেকটি দিন যেন কাটছেই না। বাংলাদেশের মানুষ অধীর হয়ে অপেক্ষা করছেন নির্দিষ্ট সময় ঘনিয়ে আসার। বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথম কোন আইসিসির টুর্নামেন্টে শেষ চারে খেলার সুযোগ করে নিয়েছে টাইগাররা, মোক্ষম সুযোগ ফাইনালেও ওঠার। সেজন্য হারাতে হবে গত চ্যাম্পিয়ন্স ট্রফির এবং দু’টি ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে। ক্রিকেট আবেগে কাতর বাংলাদেশের কোটি কোটি ভক্ত সমর্থকরা অবশ্য এখন বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়ে যাবে মাশরাফি বিন মর্তুজার দল। দেশের প্রতিটি অলিগলিতে এবং রাস্তা-ঘাটে, দোকানপাটে শুধু ক্রিকেট নিয়েই আলোচানা। সাধারণ মানুষরা মনে করছেন এখন কোন দলই বাংলাদেশের সঙ্গে পেরে উঠবে না। আর সেমিতে প্রতিপক্ষ ভারত হওয়ায় এখন ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, টি২০ এশিয়া কাপের ফাইনাল এবং টি২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে হারের প্রতিশোধ নেয়ার কথাই ভাবছেন তারা। বিষয়টি হয়তো আগেই আঁচ পেয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই ভক্তদের আহ্বান জানিয়েছিলেন যেন এখুনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন না ভাবেন কেউ। কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট শুধু ক্রিকেট। আলোচনার বিষয়বস্তুও ক্রিকেট প্রতি মুহূর্তে। এই ক্রিকেট উন্মাদনা দিনকে-দিন বেড়েই চলেছে যার শুরুটা হয়েছিল ২০ বছর আগে আইসিসি ট্রফি জয়ের মধ্যে দিয়ে। এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিধর দল বাংলাদেশ। কেউ যা ভাবতে পারেনি সেটাই করে দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে টাইগাররা। তারপর থেকেই আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঐতিহাসিক কিছু করে দেখানোর এই মোক্ষম সুযোগ হাতছাড়া করতে নারাজ তারা। আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ তো কোন প্রতিপক্ষকেই হারের কারণ হিসেবে বিবেচনায় আনছেন না। সেমিতে ওঠার পর থেকেই দেশের ক্রিকেট আবেগী সাধারণ ভক্ত-সমর্থকরা বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শিরোপা জিতবে টাইগাররা। আর ভারতের বিরুদ্ধে প্রতিশোধ চাই এমনটাও মানুষের মুখে মুখে সেøাগানের মতো হয়ে গেছে। ভারতের বিরুদ্ধে জয়ের এ তীব্র আকাক্সক্ষাটা তৈরি হয়েছে মূলত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে। দুর্দান্ত খেলে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিল বাংলাদেশ দল এবং হেরে বিদায় নেয় শেষ পর্যন্ত। গত বছর টি২০ বিশ্বকাপে মাত্র ১ রানের হারের বেদনা আছে। ওই সময় ফর্মের তুঙ্গে থাকা বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদের বোলিং এ্যাকশনে ত্রুটি ধরে টুর্নামেন্টের মাঝপথেই নিষিদ্ধ করা হয় তাদের। সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে পুরোপুরি বিষিয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন। তারা শুধু বাংলাদেশকে বিজয়ী এবং ভাল অবস্থানে দেখতে চান। আর সে কারণে এখন উন্মাদনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতের বিরুদ্ধে যেমন করেই হোক জিততে চান তারা। প্রতিশোধ নিতে হবে এমনটাই বলছেন তারা। অনেকে তো আগ বাড়িয়ে বলছেন টাইগারদের সামনে এখন কোন বাধাই বড় নয়, চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। বিষয়টি সেমি নিশ্চিত হওয়ার পরই অনুধাবন করতে পেরেছিলেন আবেগী ক্রিকেটার মাশরাফি। তিনি বাংলাদেশের মানুষের ক্রিকেট আবেগটা বেশ ভালভাবেই বোঝেন। এ বিষয়ে মাশরাফি তাই পরদিনই বলেছিলেন, ‘কেউ যেন ভাবতে না শুরু করে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। ছেলেরা চাপ মুক্ত খেলতে পারলে খুশি হব। দয়া করে বাংলাদেশকে এখনই চ্যাম্পিয়ন বানিয়ে দেবেন না। সবকিছুরই একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতি অনুযায়ী এগোতে পারলে ভাল কিছু হবে ইনশাআল্লাহ।’ মাশরাফির কথার পরও থেমে নেই বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা। সবার দৃষ্টি এখন এজবাস্টনে। বৃহস্পতিবার সেখানেই ভারতের বিরুদ্ধে মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে ওভালে ভারতের বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে নির্মম পরাজয়ের শিকার হয়েছিলেন মাশরাফিরা। কিন্তু এখন উত্তাপের ম্যাচ, বড় একটি টুর্নামেন্টের সেমিফাইনাল। মূল লড়াইয়ে টাইগাররা কুপোকাত করবে ভারতীয় দলকে এমন আশা নিয়েই এজবাস্টনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে এখন পুরো বাংলাদেশ।
×