ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ জুন ২০১৭

টুকরো খবর

বারিতে ৯শ’র বেশি প্রযুক্তি উদ্ভাবন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ পর্যন্ত ২০৮টিরও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৮২টি অন্যান্য প্রযুক্তিসহ এ যাবত ৯শ’টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম, তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার গাজীপুস্থিত বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক ‘অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। উদ্বোধন অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব) মোঃ নাসিরুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মারুফ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব বলেন, ক্ষুধা মুক্ত বাংলাদেশ এবং সকলের জন্য খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় কৃষি নীতি এবং ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনার আলোকে বিভিন্ন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি ভবিষ্যতে উন্নত কৃষি প্রযুক্তি এবং উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের লক্ষ্যে বিজ্ঞানীদের আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বারির গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস¦ামী এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার। ৫৪ পুলিশকে পুরস্কার প্রদান নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ জুন ॥ নিজ নিজ কর্মস্থলে বিশেষ অবদান রাখায় ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) শেখ সাব্বির হোসেন, ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির, লালমোহন থানার ওসি হুমায়ুন কবির ও চরফ্যাশন থানার ওসি মোঃ এনামুল হকসহ ৫৪ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার দিয়েছে পুলিশ সুপার মোকতার হোসেন। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মোকতার হোসেন। নিজ নিজ কর্মস্থলে সন্ত্রাস দমন, মাদক উদ্ধারে সফলতা, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, জনগণের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ আচরণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি মাসে এএসপি, জেলার সাত উপজেলার বিভিন্ন থানার ওসি, এসআই, এএসআই ও কনস্টেবলদের মাসিক কল্যাণ সভার মাধ্যমে বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়। পুলিশের ভাল কাজের মূল্যায়ন, উৎসাহ ও দক্ষতা বাড়াতে ভোলায় প্রতি মাসে এ মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) শেখ সাব্বির হোসেন, এএসপি (সদর সার্কেল) রফিকুল ইসলাম, ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবিরসহ বিভিন্ন থানার ওসিসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়া উপজেলার উলিপুরে ওসমান গনির বাড়িতে আগুনে পুড়ে তার স্ত্রী ফাতেমা খাতুন (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় তার শোবার ঘর পুড়ে গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে হঠাৎ করে ফাতেমা খাতুনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়লে অন্যরা ঘর থেকে বের হতে পারলেও পুরো শরীর জ্বলসে ফাতেমা খাতুনের মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহীদের সর্বস্ব লুট নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জুন ॥ ধামরাইয়ে মোটরসাইকেলের গতিরোধ করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ধামরাই থানাধীন বাইশাকান্দা বাজার সংলগ্ন সেতুর উত্তর পাশে মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর এর চালক ‘বিশ্বজিৎ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ এর মালিক গোবিন্দ সুত্রধর ও সঙ্গে থাকা রিপন সুত্রধরকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে এবং তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুটে নেয় দুর্বৃত্তরা। এ সময় মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৩ জুন ॥ রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামে কৃষক পরিবারের সদস্য দেড় বছরের শিশু মুসা পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার সকালে পরিবারের অসতর্কতার কারণে বসতবাড়ির পুকুরে শিশুটি পড়ে যায় এবং বেলা ১২টায় খোঁজাখুঁজির পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াবা বিক্রেতার তাৎক্ষণিক সাজা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ জুন ॥ শেরপুরে জনি চৌধুরী নামে এক ইয়াবা বিক্রেতা যুবককে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরভাবনা চৌধুরীবাড়ী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত জনি স্থানীয় মৃত আমিনুল ইসলাম চৌধুরীর ছেলে। সাজার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
×