ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত তিন

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জুন ২০১৭

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ জুন ॥ দুটি সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এবং সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার খন্দকার ফুড গ্যালারিতে যাত্রা বিরতি করে। পরে বাসটি দ্রুতগতিতে মহাসড়কে উঠার সময় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুলশিক্ষক কামরুল হাসানসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। নিহত কামরুল হাসান জেলার চান্দিনা উপজেলার সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। অপরজন হচ্ছেন একই উপজেলার মধ্যমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদের জিলানী। অপরদিকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার পল্লী বিদ্যুত অফিসের সামনে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি লরি ফল বোঝাই একটি মিনিট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিনিট্রাকের চালক সিরাজুল ইসলাম নিহত হন। ফরিদপুরে দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেনÑ ভাঙ্গা পৌরসদরের হাজরাহাটি গ্রামের রাশেদ ফরাজীর ছেলে এসকেন্দার ফরাজী (৪৮) এবং উপজেলার পাথরাইল গ্রামের মোহন মিয়ার পুত্র আল-জাবেদ (৯ মাস)। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। আহততের মধ্যে ৮ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক সংস্কার দাবি নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জুন ॥ মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ‘বাইশ মাইল’ থেকে নলাম পর্যন্ত সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মূল সড়কে কয়েক শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। দীর্ঘদিন ধরেই ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে সাভার গণবিশ্ববিদ্যালয়ের যাতায়াতের সড়কটি। সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটির বিভিন্ন স্থান যেন পরিণত হয়েছে পুকুরে। প্রতি বছর বর্ষার মৌসুমে সড়কটির এমন বেহাল দশা হলেও যেন দেখার কেউ নেই। অটিজমবিষয়ক ওয়ার্কশপ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৩ জুন ॥ ভা-ারিয়ায় মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে একীভূত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশের অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং সমাজের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজ এ্যাবিলিটিজ বিষয়ক ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার। আলোচনা সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি কামরুজ্জামান তালুকদার, অটিজম প্রকল্প প্রতিনিধি পাবনা টিসার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল হক প্রমুখ।
×