ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামায়াত সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় রূপগঞ্জে স্কুলে তালা

প্রকাশিত: ০৬:৪৫, ১৪ জুন ২০১৭

জামায়াত সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় রূপগঞ্জে স্কুলে তালা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ জুন ॥ জেলার রূপগঞ্জে একটি বেসরকারী বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে জামায়াত সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় জোরপূর্বক বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দিয়েছে জামায়াত নেতা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের শতাধিক পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে অংশ নেয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগবেড় এলাকার কর্ডোবা হাইস্কুলে ঘটে এ ঘটনা। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালে স্থানীয় ছাত্রদল নেতা রুহুল আমীন, রূপগঞ্জ থানা জামায়াত নেতা ই¯্রাফিল হোসেন বাদল, হারুন উর রশিদ, আজিজুল হক্ব দুলাল স্থানীয় আব্দুল গাফ্ফার, গোলজার হোসেন, খায়রুল ইসলাম, হুমাউন ও মোস্তফা মিয়াসহ ৯ জনের একটি পরিচালনা কমিটির মাধ্যমে কর্ডোবা হাইস্কুল নামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। এরপর থেকে ১৭ জন শিক্ষকসহ স্থানীয় ৪৭৫ জন শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়ন করে আসছে। এর মধ্যে এ বছর একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৭ জন, জেএসসি ৪৯ জন ও পিএসসিতে ৪৬ জন কেন্দ্রীয় পরীক্ষার্থী রয়েছে। তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুন উর রশিদ ও পরিচালক ই¯্রাফিল হোসেন বাদল বিদ্যালয়ের অফিস কক্ষে সম্প্রতি উপজেলার জামায়াতের কর্মকা- পরিচালনা করতে থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। একই সময়ে শিক্ষার্থীদের শিবিরের উদ্বুদ্ধকরণে কিশোরকণ্ঠ ম্যাগাজিন কিনতে বাধ্য করেন তারা। এছাড়াও শিবিরের বায়তুলমাল নামে অর্থ আদায়ে নিয়মিত চাপ দিয়ে আসছেন বলে রয়েছে অভিযোগ। এসব নানা ঘটনায় রূপগঞ্জ থানা-পুলিশ গোপন বৈঠককালে সম্প্রতি তাদের মধ্যে বাগবেড় এলাকার খায়রুল ইসলাম, মোস্তফা মিয়া ও হুমায়ুন কবীর নামে ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করেন। এরপর গত মঙ্গলবার সকালে ওই জামায়াত নেতাদের এসব কর্মকা- বন্ধের প্রতিবাদ জানালে ও তাদের বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণার জেরে জামায়াত নেতা ই¯্রাফিল ও তার পিতা ওসমান গনি মনা অফিস কক্ষসহ শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় গতকাল সকালে শিক্ষার্থীরা তালা ঝুলানো দেখে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামানকে জানায়। এরপর বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা মাঠেই বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে অংশ নেয়া এসএসসি পরীক্ষার্থী আকাশ জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। তবে সপ্তাহে একটি তাদের শিবিরের বৈঠকে বসতে বাধ্য করেন। মাসিক কিশোরকণ্ঠ না কিনলে ‘শয়তান’ বলে গালি দেন ।
×