ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় তিন মাস ধরে বরাদ্দের ১৮৬ টন চাল গুদামে

প্রকাশিত: ০৬:৪৩, ১৪ জুন ২০১৭

কলাপাড়ায় তিন মাস ধরে বরাদ্দের ১৮৬ টন চাল গুদামে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ জুন ॥ সরকার লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের গরিব ১৫৫০ জেলে পরিবারের জন্য তিন মাসের বিশেষ ভিজিএফএর ১৮৬ টন চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু এ চাল খাদ্য গুদামে পড়ে আছে। মার্চ-মে-১৭, তিন মাসের চাল এভাবে খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিতরণ না করায় জেলে পরিবারে চরম খাদ্য সঙ্কট বিরাজ করছে। মাসে ৪০ কেজি করে মার্চ-২০১৭ থেকে জুন-১৭ চার মাসের জন্য এ চাল বরাদ্দ রয়েছে। ১২টি ইউনিয়নের ১০টিতে দুই মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু ধুলাসার ইউনিয়নের ৬৫০ এবং লতাচাপলীর ৯০০ পরিবারের চাল খাদ্য গুদামে পড়ে আছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ চাল গুদাম থেকে উত্তোলনের ছাড়পত্র দিয়েছেন অনেক আগেই। ওই দুটি ইউনিয়নের ইউপি নির্বাচন ছিল ১৬ এপ্রিল। অজুহাত ওই একটি। কিন্তু সচিবসহ তদারকি কর্মকর্তা রয়েছেন। কার্ডধারী জেলেদের তালিকা রয়েছে। অথচ চাল বিতরণ করা হয়নি। এখন একে তো খাদ্য সঙ্কট চলছে দরিদ্র এ পরিবারগুলোয়। তার উপরে রোজার মাস। জেলে পরিবারগুলো তাদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসময় দিলেও আমরা ঠিকমতো পাই না। বর্তমানে এসব জেলে পরিবারে চলছে চরম খাদ্য সঙ্কট। খাদ্য গুদাম কর্মকর্তা জানান, আমরা বহুবার সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছি। মাওলানা ভাসানী ভার্সিটিতে কর্মশালা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মিলনায়তনে লাইফ সায়েন্স অনুষদের লক্ষ্য, উদ্দেশ্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা রবিবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ্। সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ডিন ও এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ ইউনুছ মিয়া, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। মডারেটরের দায়িত্ব পালন করেন সাবেক ডিন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। Ñবিজ্ঞপ্তি নিরাপদ খাদ্যবিষয়ক কার্যক্রম নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৩ জুন ॥ দুর্গাপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনিরাপদ খাদ্যকে ‘না’ বলুন বিষয়ে অবহিতকরণ ও জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ারুল আমিন আকন্দের নেতৃত্বে দুর্গাপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য বিভাগ চত্বরে অবহিতকরণ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাকলজোড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নিতাই সাহাসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মীগণ। বাল্যবিয়ে রোধে অঙ্গীকার সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৩ জুন ॥ ‘বাল্যবিয়েতে সহযোগিতা করব না, বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে আসব’ এমন শব্দ উচ্চারণ করে বাল্যবিয়ে প্রতিরোধে অঙ্গীকার করা হয়। মঙ্গলবার পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে হাত জাগিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, ইমাম, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও নিকাহ রেজিস্টারদের করণীয় শীর্ষক এ্যাডভোকেসি সভায় এ অঙ্গীকার করেন। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মোঃ কামরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলম, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ. এইচ তৌফিক আহম্মেদ প্রমুখ।
×