ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডালবুগঞ্জ শাখা নদী দখল করে তোলা হচ্ছে বাড়িঘর

প্রকাশিত: ০৬:৪৩, ১৪ জুন ২০১৭

ডালবুগঞ্জ শাখা নদী দখল করে তোলা হচ্ছে বাড়িঘর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ জুন ॥ কোন কিছুতেই দমছে না দখলদারদের খাল-নদী দখল দৌরাত্ম্য। পেশী শক্তির জোরে চলছে এ দখল প্রক্রিয়া। দখল করে তোলা হচ্ছে বাড়িঘর। মোট কথা খাল-বিল-নদী সব কিছুতেই দখলদারদের ছোবল লেগেছে। এমনি একটি শাখা নদী ডালবুগঞ্জ ইউনিয়নে যার অবস্থান। কেউ ডালবুগঞ্জ, আবার কেউ কাটাভড়ানির শাখা নদীও বলছেন। ওই নদী দিয়ে প্রায় ৪০ গ্রামের কৃষকের পানি ওঠা-নামার কাজ চলে আসছে। অন্তত ১৯টি স্লুইস সংযোগ রয়েছে এ শাখা নদীর সঙ্গে। অভ্যন্তরীণ খাল দিয়ে কৃষি জমির পানি নিষ্কাশন হয় স্লুইস দিয়ে নদীতে। পানির প্রবাহ ঠিক রাখতে এ শাখা নদীর মহিপুর অংশে পানি উন্নয়ন বোর্ড পুনঃখনন শুরু করেছে। অথচ ডালবুগঞ্জ সেতুর আশপাশ দিয়ে শাখা নদীর পাড় ঘেঁষে এখন শুরু হয়েছে দখল প্রক্রিয়া। দখল করে কেউ পুকুর কেটে রেখেছে। কেউ আবার বাড়িঘর তোলার কাজ করছে। দখল করতে গিয়ে বনাঞ্চলের গাছপালাও কেটে ফেলা হচ্ছে। তবে এসব প্রক্রিয়া এখানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই ব্যবস্থা নিলে এ শাখা নদীটির দখল ঠেকানো সম্ভব হতো। সম্ভব হতো কৃষি কাজের জন্য সুষ্ঠু ব্যবহার। দখলের কারণে ক্রমশ অপ্রশস্থ হয়ে ভরাট হয়ে যাওয়া শুরু হয়েছে। পানির প্রবাহ কমে যাচ্ছে। পলি পরে ভরাট হয়ে প্রয়োজনীয় পানির প্রবাহ থাকছে না। বর্ষা মৌসুমে দেখা দেয় জলাবদ্ধতা। তিন দিক দিয়ে সোনাতলা এবং শিববাড়িয়া নদীর শাখা নদী এটি। যেখানে নদীটির নাব্যতা বজায় রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। সেখানে দখলদারচক্র শুরু করেছে দখল প্রক্রিয়া। ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম শিকদার জানান, চরের খাস জমিতে গরিব মানুষ বাড়িঘর তুলে থাকছে। তবে নদী-খাল দখল করলে ব্যবস্থা নেয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস জানান, নদী-খাল দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান প্রক্রিয়া চলমান রয়েছে।
×