ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্যটন বিকাশে প্রয়োজন উন্নত যোগাযোগ

প্রকাশিত: ০৬:৪৩, ১৪ জুন ২০১৭

পর্যটন বিকাশে প্রয়োজন উন্নত যোগাযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘রাজশাহী বিভাগে পর্যটনের অনেক কিছু আছে। কিন্তু এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো নিয়ে প্রচার চলছে খুবই কম। আবার যোগাযোগ ব্যবস্থাও পর্যটনবান্ধব নয়। ফলে এখানকার পর্যটনে বিকাশ ঘটছে না। রাজশাহীর পর্যটনের বিকাশে প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। পর্যটন বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পর্যটন বোর্ড এই কর্মশালার আয়োজন করে। এতে রাজশাহীর ৮ জেলার পর্যটন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় পর্যটন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। তারা তাদের বক্তব্যে বলেন, পর্যটন নিয়ে যেসব সমস্যার কথা জানা গেল, তার সমাধানে তারা চেষ্টা করবেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুঁইয়া, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী ও সমাজসেবী শাহিন আক্তার রেণী। কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগ, বনবিভাগ, প্রতœতত্ত্ব অধিদফতর ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেন।
×