ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ড. ফিক্সিট ট্রেনিং সেন্টার এখন বাংলাদেশে

প্রকাশিত: ০৬:৩৯, ১৪ জুন ২০১৭

ড. ফিক্সিট ট্রেনিং সেন্টার এখন বাংলাদেশে

ঢাকা’র এই ট্রেনিং সেন্টার স্টেকহোল্ডরদের জন্য বহুবিধ সুবিধা সম্বলিত ওয়াটার প্রুফিং সমাধান কেন্দ্র যা ওয়াটার প্রুফিং দক্ষতা উন্নয়নে অদ্বিতীয় ভূমিকা পালন করবে। ডঃ ফিক্সিট হচ্ছে পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের একটি কনস্ট্রাকশন কেমিক্যালস ব্র্যান্ড যা বাংলাদেশে অবিসংবাদিত লিডার হিসেবে বাজার নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি ডঃ ফিক্সিট বাংলাদেশে নিয়ে এসেছে ট্রেনিং সেন্টার। বাংলাদেশে ওয়াটার প্রুফিং সচেতনতা ও সর্বাধুনিক ওয়াটার প্রুফিং টেকনোলজি সম্পর্কে আর্কিটেক্ট ও ঠিকাদারদের দক্ষতা উন্নয়নে আমাদের এই উদ্যোগ। ডঃ ফিক্সিট শুধুমাত্র ওয়াটার প্রুফিং সমাধানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তবিক প্রশিক্ষণ, ডেমোনস্ট্রেশন, প্র্যাকটিস ইত্যাদি সম্পর্কে বহুমাত্রিক সমাধান দেবে। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (), ভারতীয় শীর্ষস্থানীয় এ্যাডহেসিভ, কনস্ট্রাকশন কেমিক্যালস্, ক্র্যাফ্টসম্যান পণ্য, নিজ উদ্যোগী পণ্য এবং পলিমার ইমালশান প্রস্তুতকারক কোম্পানি। -বিজ্ঞপ্তি জুয়েলারি শিল্পের সঙ্গে জড়িতদের হয়রানি না করার নির্দেশ জুয়েলারি শিল্পের সঙ্গে জড়িত কাউকে কোন ধরনের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই নির্দেশ দেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশে জুয়েলারি শিল্প অর্থনীতি ও রাজস্বে গুরুত্বপূর্ণ খাত। এই খাতের বিকাশমান অগ্রগতি ধরে রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এনবিআর। স্বর্ণ আমদানির ক্ষেত্রে একটি নীতিমালা ও স্বর্ণ ব্যবসায়ীদের অহেতুক হয়রানি বন্ধ করতে এনবিআরের প্রতি অনুরোধ জানান বাজুস প্রতিনিধিরা। প্রতিনিধিদের আশ্বস্ত করে মোঃ নজিবুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের জন্য এনবিআর একটি নীতিমালা করছে। স্বর্ণ ব্যবসার আড়ালে যাতে কালো টাকার লেনদেন না হয়- সেদিকে ব্যবসায়ীদের নজর রাখতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×