ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭০ শতাংশ আম রফতানি করতে পারবেন না চাষীরা

ইউরোপে আম রফতানিতে কঠোর বিধিনিষেধ

প্রকাশিত: ০৬:৩৮, ১৪ জুন ২০১৭

ইউরোপে আম রফতানিতে কঠোর বিধিনিষেধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে রফতানির জন্য প্রস্তুত করা আম এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রফতানি করতে পারছেন না অনেক আমচাষী। কৃষি অধিদফতর বলছে, ভাল মানের আম রফতানি না করায় এর আগের দুই বছর ইউরোপের দেশ থেকে আমের চালান ফেরত এসেছে। তাই এবারে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আম বাছাই করা হচ্ছে। এদিকে আমচাষীরা বলছেন, সরকারের বেঁধে দেয়া নিয়মের কারণে প্রায় ৭০ শতাংশ আম তারা রফতানি করতে পারবেন না। বাংলাদেশ থেকে ইউরোপে আম রফতানির প্রচলন গত কয়েক বছর থেকে শুরু হয়েছে। আমচাষীরা দেশী বাজারের তুলনায় বেশি দামে বিদেশে আম বিক্রি করতে পারায় অনেকের লক্ষ্য ছিল রফতানির দিকেই। কিন্তু এবারে আম বাছাইয়ের ক্ষেত্রে সরকারের রয়েছে বেশ কিছু কড়া বিধিনিষেধ। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আনোয়ার হোসেন খান বলেন, আমের মান বিগত বছরগুলোতে ভাল না থাকায় বাংলাদেশ থেকে আম আর না নেয়ার ইঙ্গিত দেয় ইউরোপীয় ইউনিয়ন। যার কারণেই তাদের বেঁধে দেয়া নিয়ম অনুসরণ করতে হচ্ছে তাদের। তিনি বলছেন, ‘আমরা এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের আশ্বস্ত করেছি যে উন্নতমানের আম রফতানি করা হবে।’ ওই অধিদফতর আরও বলছে, গত দুই বছরে ৩৫টি চালান বাতিল হয়। বাংলাদেশে যে সব জেলায় প্রচুর পরিমাণে আম উৎপাদন হয় তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটা। সেখানকার আমচাষীরা রফতানির জন্য আলাদাভাবে এবং স্থানীয় বাজারের জন্য আরেকভাবে আম প্রস্তুত করেন। আম ব্যবসায়ী হাসান আল সাদি বলেন, আমের মৌসুম এক মাস আগে থেকে শুরু হলেও রফতানিকারকদের কাছ থেকে এখন পর্যন্ত কোন সাড়া তারা পাননি। চাঁপাইনবাবগঞ্জের কৃষি গবেষণা ইন্সটিটিউট বলছে, রফতানির উদ্দেশে আগে থেকেই আমচাষীদের বিষ ও পোকামুক্ত আম উৎপাদনে প্রশিক্ষণ দেয়া হয়।
×