ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিটি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৬, ১৪ জুন ২০১৭

সিটি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক হুসাইন খালেদ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিটি ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক হুসাইন খালেদ ১০ লাখ শেয়ার কিনবেন। এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩০ দশমিক ৯০ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ২৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার পপুলার লাইফের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা শূন্য ২ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭০ টাকা শূন্য ৬ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৪ টাকা ৪৬ পয়সা আর এনএভি ছিল ৫৮ টাকা ৭২ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৮ আগস্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই। -অর্থনৈতিক রিপোর্টার
×