ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে

পুুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

প্রকাশিত: ০৬:৩৫, ১৪ জুন ২০১৭

পুুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। যা এর আগে সোমবার ৫ পয়েন্ট, রবিবার ২১ পয়েন্ট, বৃহস্পতিবার ১৪ পয়েন্ট ও বুধবার ১১ পয়েন্ট কমেছিল। মঙ্গলবার ডিএসইতে ৪০০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৩৭০ কোটি ৩১ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৩৯ লাখ টাকার বা ৮ শতাংশ। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯ কোম্পানির মধ্যে ১৪১ বা ৪২.৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩২টি বা ৪০.১২ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি বা ১৭.০২ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। এ দিন কোম্পানির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের ১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বাংলাদেশ। লেনদেনে এরপর রয়েছেÑ লংকাবাংলা ফাইন্যান্স, এ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস ও সিটি ব্যাংক। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ আইসিবি২য় এনআরবি, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউসিবি, এইচআর টেক্সটাইল, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইনান্স, ইসলামিক ফাইন্যান্স, বিডি ল্যাম্পস ও আইসিবি সোনালি মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ এবি ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল, বিডি ওয়েল্ডিং, মাকেন্টাইল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড ও ইয়াকিন পলিমার। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২৪১ পয়েন্টে। বাজারটিতে ৩৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২৮টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আগের দিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ১৮ পয়েন্ট কমেছিল। আর বাজারটিতে ৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আইডিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, বিডি ফাইনান্স, মবিল যমুনা বিডি, বিকন ফার্মা, মুন্নু সিরামিক ও বেক্সিমকো ফার্মা।
×