ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাঝ আকাশে আতঙ্কের একঘণ্টা

প্রকাশিত: ০৬:৩৪, ১৪ জুন ২০১৭

মাঝ আকাশে আতঙ্কের একঘণ্টা

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চীনের একটি বিমান সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেয়েছে। বিমানটি সিডনি থেকে সাংহাই যাচ্ছিল। উড্ডয়নের প্রায় একঘণ্টা পর পাইলট ইঞ্জিনে ত্রুটি লক্ষ্য করেন। এরপর তিনি কোন বিলম্ব না করেই বিমানটিকে সিডনি বিমানবন্দরে ফিরিয়ে এনে নিরাপদে অবতরণ করান। চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৩০ বিমানটির বামপাশে যে অংশটি ইঞ্জিন ঢেকে রাখে সেটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে গর্ত হয়ে যায়। বিমানের এক যাত্রী জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানের বামপাশের পাখায় বিকট শব্দ হয়। অরল্যান্ডো হামলার বার্ষিকী সোমবার পালিত হলো যুক্তরাষ্ট্রের অরল্যান্ডের পালস নাইট ক্লাবে হামলার প্রথম বার্ষিকী। হামলাস্থলে নিহতদের স্বজনসহ হাজারও মানুষ সমবেত হয়ে তাদের প্রতি ছবি, ফুল, মোমবাতি ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় হামলায় নিহতদের নাম উচ্চৈঃস্বরে পড়ে শোনানো হয়। নাইট ক্লাবটিকে শীঘ্রই একটি জাদুঘরে রূপান্তর করা হবে। -এএফপি সৌহার্দ্যরে বার্তা নিয়ে ... সৌহার্দ্যরে বার্তা নিয়ে ফিলিস্তিনের তরুণ সঙ্গীত শিল্পীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইসরাইলী পরিচালক ড্যানিয়েল ব্যারেনবইম পশ্চিম তীর সফর করছেন। গত এক দশকের মধ্যে এটাই তার প্রথম সফর। তিনি ইসরাইলের ফিলিস্তিনি ভূমি দখলের একজন কট্টর সমালোচক। ১৯৬৭ সালে অরব-ইসরাইল যুদ্ধের ৫০তম বার্ষিকী স্মরণে তার এ সফর। সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়াও তার লক্ষ্য। -ফাইনান্সিয়াল টাইমস
×