ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোমির পর এবার মুলারকে বরখাস্তের পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশিত: ০৬:৩৪, ১৪ জুন ২০১৭

কোমির পর এবার মুলারকে বরখাস্তের পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, তিনি (ট্রাম্প) বিগত নির্বাচনে কথিত রুশ ষড়যন্ত্র উদ্ঘাটনেও নিয়োজিত রবার্ট মুলার নামের বিশেষ উপদেষ্টাকে বরখাস্ত করার কথা ভাবছে। -খবর ডেইলি টেলিগ্রাফের এফবিআইপ্রধান জেমস কোমিকে বরখাস্ত করার পর একই গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক রবার্ট মুলারকে ট্রাম্পের নির্বাচনী দলের সঙ্গে রাশিয়ার গোপন সম্পর্ক নিয়ে তদন্ত করার দায়িত্ব দেয়া হয়। নিউজ ম্যাক্সের প্রধান নির্বাহী ক্রিস্্ রুডি পিবিএস নিউজ আওয়ারকে এ কথা বলেন। তবে এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি। এ প্রেক্ষিতে সিনেট গোয়েন্দা কমিটির শীর্ষ স্থানীয় ডেমোক্র্যাট সদস্য এ্যাডাম শিফ্্ তার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট যদি তার ক্ষমতাবলে মুলারকে বরখাস্ত করেন, তবে কংগ্রেস তাৎক্ষণিকভাবে একটি স্বাধীন কাউন্সিল গঠন করে তাকে পুনঃনিয়োগ দেবে। এ্যাডাম শিফ্ বলেন, আমরা মুলারকে বরখাস্ত করার সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না তবে আমার মনে হয়, সর্বজন শ্রদ্ধেয় একটি মানুষের প্রতি সন্দেহ উদ্রেক করার জন্য এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে। অথবা তাকে মুলার মানসিকভাবে বিপর্যস্ত করার এটি একটি ঘৃণ্য কৌশল। গত সপ্তাহে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য রবার্ট মুলারের তীব্র সমালোচনার পর ক্রিস রুভি এই মন্তব্য করেন। তাইওয়ানের সঙ্গে পানামার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পানামা তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং পরিবর্তে চীনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। খবর বিবিসি অনলাইনের। পানামা সরকার বলেছে, দেশটি মাত্র একটি চীনের অস্তিত্ব স্বীকার করছে এবং তাদের বিবেচনা, তাইওয়ান চীনের অংশ। চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে এবং বেজিংয়ের দৃঢ়তা রয়েছে যে তাইওয়ানকে মূল খ-ের সঙ্গে মিলিত হতে হবে। বেজিংয়ের পরিবর্তে তাইপেয়ের সঙ্গে যে সকল দেশের সম্পর্ক রয়েছে সেগুলোর মধ্যে পানামাই অতি সম্প্রতি সম্পর্ক ছিন্ন করল। আফ্রিকান দ্বীপ সাওঢোমে ও প্রিন্সিপি একই ধরনের উদ্যোগ নেয় গত বছর ডিসেম্বরে। বর্তমানে মাত্র ২০টি দেশ। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে।
×