ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ জুন ২০১৭

গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ

রাশিয়ায় দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ণ রাজনৈতিক অধিকারের দাবিতে সোমবার শতাধিক শহরে অভূতপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই বিক্ষোভ দমনে বাধা দিলেও তাতে খুব একটা কাজ হয়নি। খবরÑনিউইয়র্ক টাইমস। এর পরিপ্রেক্ষিতে বড় ও ছোট শহরগুলো থেকে দাঙ্গা পুলিশ শত শত বিক্ষোভকারীকে আটক করে। এদের মধ্যে সাতশ’ বিক্ষোভকারীকে শুধু মস্কো এবং তিনশ’ জনকে সেন্ট পিটার্সবার্গ থেকে আটক করা হয়। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে আটক অন্য বিক্ষোভকারীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। রুশ প্রশাসনের চিহ্নিত শত্রু এবং দুর্নীতির বিরুদ্ধে আপোসহীন সংগ্রামী আলোক্সি নাভালনিকে গত সোমবারের বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা ও মদদ দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত মার্চেও তিনি এ ধরনের একটি স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন, যাতে বহু লোক সমাগম হওয়ায় রুশ প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনের কপালে চিন্তার রেখা ফুটে উঠে। আলেক্সি নাভালনিকে গ্রেফতারের পরপরই মস্কোর এক দ্রুত বিচার আদালত তাকে ৩০ দিনের কারাদ- দেয়। নাভালনির নেতৃত্বে সাম্প্রতিক গণবিক্ষোভের প্রকৃতি ও ব্যাপকতা এত বেশি ছিল যে, কোন কোন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, রাশিয়ায় রাজনীতি পুনরুজ্জীবিত হচ্ছে। কেননা, রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের একচ্ছত্র নিয়ন্ত্রণের দরুন ভিন্নমত প্রকাশসহ অন্যান্য গণতান্ত্রিক অধিকার দিন দিন সঙ্কুচিত হয়ে পড়েছিল। শীর্ষস্থানীয় সরকারী কর্মকর্তা বিশেষ করে প্রধানমন্ত্রী মেদভেদেভের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখার সময় বিক্ষোভকারীরা যখন ‘শেম, শেম’ (লজ্জা কী লজ্জা) ধ্বনি দিচ্ছিল তখন একদল দাঙ্গা পুলিশ ভিড়ের মধ্য থেকে কয়েকজনকে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে নিয়ে তোলে।
×