ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী কূটনীতিককে গ্রেফতারে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত: ০৬:২২, ১৪ জুন ২০১৭

বাংলাদেশী কূটনীতিককে গ্রেফতারে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী কূটনীতিক গ্রেফতারের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। সোমবার নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে তার পলাতক একজন গৃহকর্মীর মামলায় নিউইয়র্ক পুলিশ গ্রেফতার করে। তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে রাখা হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বন্ড দাখিল সাপেক্ষে তাকে জামিনে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। সূত্র জানায়, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যানকে ডেকে পাঠানো হয়। তবে এই সময়ে দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর আন্দ্রেয়া বি রডরিগেজও তার সঙ্গে ছিলেন। তারা দু’জনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব উজ জামানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় একজন পলাতক ব্যক্তির কথায় বাংলাদেশের কূটনীতিককে কেন আটক করা হয়েছে, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়। ঘটনার এক বছর পর একজন পলাতক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন কূটনীতিককে গ্রেফতার কেন করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এদিকে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে আজ মঙ্গলবার সেখানকার বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হবে বলে।
×