ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরেকবার ক্ষমতায় থাকতে সরকার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:২০, ১৪ জুন ২০১৭

আরেকবার ক্ষমতায় থাকতে সরকার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ আরেকবার ক্ষমতায় থাকতে সরকার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টি আয়োজিত ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ কৌশল ঠিক করেছে। এ জন্য যাদের হাতে রাখা দরকার সরকার তাদের অবাধ সুযোগ-সুবিধা দিচ্ছে। যারা তাদের নির্বাচনে জিতিয়ে দিতে পারবে তাদের জন্যই কাজ করছে তারা। ধারাবাহিকভাবে মহাসড়কে দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, মহাসড়কের অবস্থার পরিবর্তন না হলে দুর্ঘটনা আরও বাড়বে। তিনি বলেন, আওয়ামী লীগ আকাশে উড়ে বেড়ায় তাই নিচে তাকানোর সময় পায় না। মহাসড়কের অবস্থার উন্নয়ন না ঘটলে মৃত্যুর মিছিল আরও বাড়বে। বিভিন্ন এলাকায় রাস্তা কাটার নমুনা দেখলে আওয়ামী লীগের উন্নয়নের অবস্থা বোঝা যায়। গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে জনগণকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, এ অধিকার আদায়ে সবাইকে প্রস্তুতি নিতে হবে। রোজার পর আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, যুগ্ম মহাসচিব সাহাদত হোসেন সেলিম, এনডিপি সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির মহাসচিব (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপা সভাপতি রেহানা প্রধান, ন্যাপের সভাপতি জেবেল রহমান গনি, মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ।
×