ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বজনদের জিম্মায় ৪ শিশু

তানোরের আস্তানায় গ্রেফতার ৮ জঙ্গী রিমান্ডে

প্রকাশিত: ০৬:২০, ১৪ জুন ২০১৭

তানোরের আস্তানায় গ্রেফতার ৮ জঙ্গী রিমান্ডে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ‘জঙ্গী আস্তানা’ থেকে গ্রেফতার নব্য জেএমবির চার নারীসহ আটজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে ছয়জনের ১০ দিন ও দুই জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। রাজশাহী আদালত পরিদর্শক খুরশিদা বানু কনা জানান, মঙ্গলবার বিকেলে নব্য জেএমবির আটজনকে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৩ এ হাজির করে তানোর থানায় মু-মালা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সিদ্দিকুর রহমান ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক সাইফুল ইসলাম ছয় জনের ১০ দিন করে এবং দুই জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের আদালত থেকে তানোর থানায় পাঠানো হয়। খুরশিদা বানু কনা বলেন, বাড়ির মালিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী, তার স্ত্রী আয়েশা বেগম, দুই ছেলে ইব্রাহীম আলম ও ইসরাফিল আলম, জামাতা রবিউল ইসলাম ও পুত্রবধূ হারেছা খাতুনের ১০ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হয়েছে। আর রমজানের পুত্রবধূ মর্জিনা খাতুন ও মেয়ে হাওয়া খাতুনের এক মাসের শিশু সন্তান থাকায় তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে বিস্ফোরণ ও অস্ত্র আইনে তানোর থানায় মামলা দায়ের করা হয়। তানোর থানার পিএসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর কঠোর নিরাপত্তায় বেলা ৩টার দিকে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আত্মসমর্পণ করা আরও চার শিশুকে তাদের স্বজনদের কাজে জিম্মায় দেয়া হয়। রাজশাহীর অতিরিক্ত ডিআইজি (অপারেশন) নিশারুল আরিফ জানান, প্রথমে রমজান আলীর জামাতা নব্য জেএমবি সদস্য রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার রাত ১২টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা ও তানোর থানা পুলিশ যৌথভাবে রমজান আলীর বাড়িটি ঘিরে ফেলে। পরে তিনজনকে আটক করা হয়। বাকিরা আত্মসমর্পণ করেন। জঙ্গী বাড়িটি তালাবদ্ধ করে স্থানীয় পাচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে বুঝিয়ে দেয়া হয়েছে।
×