ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও খালেদা জিয়ার শোক

প্রকাশিত: ০৬:১২, ১৪ জুন ২০১৭

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও খালেদা জিয়ার শোক

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমি ধসে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসস’র। রাষ্ট্রপতির শোক এক শোক বাণীতে রাষ্ট্রপতি চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে বেসামরিক জনগণের এবং উদ্ধার কাজে নিয়োজিত কয়েকজন সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন করতে এবং ভূমি ধসের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিবর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে অনেক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। সুইডেনে দ্বিপক্ষীয় সফরের যাত্রায় লন্ডনের পথে প্রধানমন্ত্রী পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় এ কথা জানা যায়। প্রধানমন্ত্রী পাহাড় ধসে আটকেপড়া মানুষদের দ্রুত উদ্ধার ও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। স্পীকার পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে স্পীকার বলেন, অনাকাক্সিক্ষত পাহাড় ধসে মহিলা, শিশু ও সেনা সদস্যসহ প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। এ মৃত্যুতে জাতি মেধাবী সেনা সদস্যসহ যে সকল ব্যক্তিবর্গকে হারালো তা অপ্রত্যাশিত ও অপূরণীয়। স্পীকার হতাহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ.স.ম ফিরোজ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রওশন এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ পাহাড় ধসে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার পাঠানো এক শোকবার্তায় তিনি হতাহতদের স্বজন এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। খালেদা জিয়া স্টাফ রিপোর্টার জানান, পাহাড় ধসে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আর যারা পাহাড় ধসের ঘটনায় আহত হয়েছে তাদের সুচিকিৎসা দাবি করেন। সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তারা যেন পাহাড় ধসের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহযোগিতায় এগিয়ে আসেন।
×