ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিভাগীয় শহরে দুর্যোগ বেড়েই চলছে ॥ সংসদে গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৩, ১৩ জুন ২০১৭

বিভাগীয় শহরে দুর্যোগ বেড়েই চলছে ॥ সংসদে গণপূর্তমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দেশের বিভাগীয় শহরগুলোতে দুর্যোগ বেড়েই চলেছে। সে কারণে এ বিষয়ে প্রতি উপজেলায় কমপ্রিহেনসিভ রিস্ক সেনসেটিভ ল্যান্ডইউস প্ল্যান প্রস্তুত করা হবে এবং উক্ত প্ল্যানের আইনী কাঠামো হিসাবে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি জানান, পরিকল্পিত নগরায়নের জন্য ইমারত নির্মাণ বিধিমালা এবং বিল্ডিং কোড অনুসরণ করে নক্সা অনুমোদন দেয়া হয় এবং ইমারত নির্মাণ বিধিমালা এবং বিল্ডিং কোড অনুসরণ করে ইমারত নির্মাণের জন্য সময় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং জনগণকে সচেতন করার জন্য সেমিনারের আয়োজন এবং অনুমোদিত নক্সা অনুযায়ী নির্মাণ কাজ হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি/পর্যবেক্ষণ অব্যাহত আছে। তিনি জানান, ঢাকা শহরের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় সিটি রিজিউন ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে ঢাকা স্ট্রাকচার প্ল্যান (১৯৯৫-২০১৫) ও ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১০-২০১৫) রিভিউ করে রাজউক আওতাধীন এলাকার জন্য প্রণিতব্য নতুন ঢাকা স্ট্রাকচার প্ল্যান (২০১৬-২০৩৫) চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পৃথক পৃথক মাস্টার প্ল্যান আছে এবং এর আলোকে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা হয়ে থাকে। জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে মূলত প্লট বরাদ্দ দেয়া হয়ে থাকে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দেশে মোট ৫ হাজার ১৭৩ জনকে প্লট বরাদ্দ করেছে। বর্তমান সংসদের কোন সংসদ সদস্যকে প্লট বরাদ্দ প্রদান করা হয়নি। তবে পরবর্তীতে বাস্তবায়নযোগ্য আবাসিক/ বাণিজ্যিক কোন প্রকল্পে সংসদ সদস্যগণ প্লট বরাদ্দের আবেদন করলে অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ প্রদান করা হবে।
×