ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৮:০২, ১৩ জুন ২০১৭

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেনের ধাক্কায় ও সড়ক দুঘর্টনায় দু’জন নিহত হয়েছেন। এদিকে শাহবাগে সাকুরা বারের সামনের ফুটপাথ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রবিউল্লাহ জানান, সোমাবার দুপুরে খিলক্ষেতের বনরূপা কবরস্থান সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন ৩৫ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তি। এ সময় দ্রুতগামী ট্রেনে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের পরনে কালো ফুল প্যান্ট ও সাদা কালো ফুলহাতা চেক শার্ট ছিল। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে রবিবার গভীররাতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সোহেল আরমান (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আরমান পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। তার বাসা ডেমরা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার গভীররাতে সোহেল যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে বাসার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে জনপথ মোড়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকুরা বারের ফুটপাথে অজ্ঞাত ব্যক্তির লাশ সোমবার দুপুরে শাহবাগ থানাধীন পরীবাগ সাকুরা বারের ফুটপাথ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×