ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ও নেপালকে হারিয়ে আইএলও গবর্নিং বডিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৭, ১৩ জুন ২০১৭

পাকিস্তান ও নেপালকে হারিয়ে আইএলও গবর্নিং বডিতে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ ভোটে পাকিস্তান ও নেপালকে হারিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গবর্নিং বডির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাব-কমিটির ‘ডেপুটি মেম্বার’ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার রাতে ভোটাভুটিতে ১৯০ ভোট পেয়ে বাংলাদেশ ওই পদে নির্বাচিত হয় বলে শ্রম মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন। তিনি সোমবার রাতে জানান, আইএলও’র গবর্নিং বডির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাব-কমিটির ডেপুটি মেম্বার পদে নির্বাচনে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও নেপাল অংশ নেয়। পাকিস্তান ১৫০ ভোট এবং নেপাল পেয়েছে ১৭৩ ভোট। বাংলাদেশে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ অনুচ্ছেদের চারটি বিষয় বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সোমবার জেনেভায় জাতিসংঘ ভবনে আইএলও’র মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বৈঠক করেছেন। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে আইনমন্ত্রী আইএলও’র মহাপরিচালককে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ আইএলও’র বিশেষ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আইএলওর পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে শ্রমআইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন আরও সহজীকরণের লক্ষ্যে ইপিজেড আইন সংশোধনের খসড়া সংসদীয় স্থায়ী কমিটি থেকে ফেরত আনা হয়েছে। এছাড়া ট্রেড ইউনিয়নবিরোধী কার্যক্রম প্রশমিত করা হয়েছে জানিয়ে আনিসুল আইএলও মহাপরিচালককে বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
×