ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সজীব কুমার বসু

বিসিএস কর্নার ॥ প্রস্তুতিমূলক পর্ব ॥ ৬

প্রকাশিত: ০৭:০৮, ১৩ জুন ২০১৭

বিসিএস কর্নার ॥ প্রস্তুতিমূলক পর্ব ॥ ৬

প্রাবন্ধিক বি.এ (সম্মান) ১ম শ্রেণি এম. এ ১ম শ্রেণি এম. ফিল গবেষক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫৮. সোয়াত উপত্যকা কোন দেশে? পাকিস্তান ভারত আফগানিস্তান সুইডেন সঠিক উত্তর : পাকিস্তান ১৫৯. বাজারের শহর বলা হয় কোন শহরকে? কায়রো দুবাই রাবাত কুয়ালালামপুর সঠিক উত্তর: কায়রো ১৬০. হোয়াাংহো নদীর উৎপত্তি স্থল কোথায় ? হিমালয় কুনলুন পর্বত ব্ল্যাক ফরেস্ট আল্পস সঠিক উত্তর : কুনলুন পর্বত ১৬১. দ্বিমুখী যোগাযোগ মাধ্যম? টেলিফোন পত্রিকা মাউস স্পিকার সঠিক উত্তর : টেলিফোন ১৬২. কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়? রেডিওতে টেলিভিশনে মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে সঠিক উত্তর : ওয়েবসাইটের মাধ্যমে ১৬৩. ব্লগ (ইষড়ম) কী? সামাজিক যোগাযোগ ওয়েবসাইট চাকরির ওয়েবসাইট সংবাদ ওয়েবসাইট একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় সঠিক উত্তর: একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় ১৬৪. ওঈঞ-এর পূর্ণ নাম— Information & Computer Technology Indext Computer Technology. Information & Communication Technology Information & Community Technology mwVK DËi: Information & Communication Technology সঠিক উত্তর: Information & Communication Technology ১৬৫. ই-মেইলের পূর্ণনাম ইলেকট্রিক মেইল ইলেকট্রনিক মেইল ইলেকট্রন মেইল ইলেকটিসিটি মেইল সঠিক উত্তর: ইলেকট্রনিক মেইল ১৬৬. ওঈঞ-এর বাংলায় নাম তথ্যপ্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি সঠিক উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৬৮. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল? ৯ ১০ ১১ ১২ সঠিক উত্তর: ১১
×