ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ রসায়ন

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৫, ১৩ জুন ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৮। নিচের কোন্টির দৃঢ়তা সর্বাধিক? (ক) লবণ (খ) হাইড্রোজেন (গ) পানি (ঘ) কার্বন-ডাই-অক্সাইড ১৯। হিলিয়াম গ্যাসটি বৈশিষ্ট্য কী? (ক) নির্দিষ্ট আয়তন বা আকার রয়েছে (খ) অণুসমূহের মধ্যকার দূরত্ব অনেক কম, তাই আকর্ষণ শক্তি বেশি (গ) অণুসমূহ প্রায় মুক্তভাবে চলাচল করতে পারে (ঘ) সঙ্কোচনশীলতা নেই ২০। সাধারণ চাপ ও উষ্ণতায় নিম্নের কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে? (ক) চিনি (খ) অক্সিজেন (গ) সয়াবিন তেল (ঘ) পানি ২১। ১০০ ডিগ্রী সে: তাপমাত্রার পানিতে তাপ দিলে কি ঘটবেÑ (ক) পানির তাপমাত্রা বাড়বে (খ) পানির তাপমাত্রা বাড়বে ও পানি বাষ্পে পরিণত হবে (গ) পানির তাপমাত্রা স্থির থাকবে এবং পানি বাষ্পে পরিণত হবে (ঘ) পানির তাপমাত্রা ও ভৌত অবস্থার কোন পরিবর্তন ঘটবে না ২২। তাপশক্তি ব্যবহার করে পদার্থকে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করা সম্ভব-কোন্ তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? (ক) কণার গতিতত্ত্ব (খ) আণবিক তত্ত্ব (গ) পারমাণবিক তত্ত্ব (ঘ) অ্যাভোগ্যাড্রোর তত্ত্ব ২৩। কোনটির কণাসমূহ দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিকটে থাকে? (ক) পানি (খ) কেরোসিন (গ) খাবার লবণ (ঘ) কার্বন-ডাই-অক্সাইড ২৪। কোন্ পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (ক) চুনা পাথর (খ) পেট্রোল (গ) নাইট্রোজেন (ঘ) দুধ ২৫। তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটে? (ক) আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায় (খ) গতিশক্তি হ্রাস পায় (গ) আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি সমান হয় (ঘ) তীব্রবেগে এলোমেলোভাবে চলাচল করে ২৬। আন্তঃআণবিক শক্তি কি? (ক) পরমাণুসমূহের পরস্পর আকর্ষণ (খ) অণুসমূহের পরস্পর আকর্ষণ (গ) পরমাণুসমূহের পরস্পর বিকর্ষণ (ঘ) অণুসমূহের পরস্পর বিকর্ষণ ২৭। কোন্টি সঠিক? (ক) গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে (খ) তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই (গ) সকল কঠিন পদার্থকে তাপ দিলে তরলে রূপান্তরিত হয়। (ঘ) কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন নেই ২৮। নিচের কোন্টির ঘনত্ব সর্বাধিক? (ক) পানি (খ) কাঠের টুকরা (গ) দুধ (ঘ) হিলিয়াম গ্যাস ২৯। কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (ক) পাথর (খ) পেট্রোল (গ) লোহা (ঘ) কার্বন-ডাই-অক্সাইড ৩০। ‘চাপে আয়তন স্বল্প মাত্রায় সঙ্কোচনশীল’ নিচের কোনটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য? (ক) হিলিয়াম গ্যাস (খ) মার্বেল (গ) দুধ (ঘ) কাঠ ৩১। ‘চাপে আয়তন অধিক মাত্রায় সঙ্কোচনশীল’ নিচের কোনটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য? (ক) হিলিয়াম গ্যাস (খ) মার্বেল (গ) দুধ (ঘ) কাঠ
×