ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর;###;মোঃ মাসুদ খান

প্রাথমিক বিজ্ঞান ॥ অধ্যায়- ১ : আমাদের পরিবেশ

প্রকাশিত: ০৭:০৫, ১৩ জুন ২০১৭

প্রাথমিক বিজ্ঞান ॥ অধ্যায়- ১ : আমাদের পরিবেশ

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] ০১। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তর : মাটি, পানি ও বায়ু ০২। উদ্ভিদের পাতায় কী রয়েছে? উত্তর : সবুজ কণিকা ০৩। উদ্ভিদের পাতার সবুজ কণিকাকে কী বলে? উত্তর : ক্লোরোফিল ০৪। উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে কী? উত্তর : ক্লোরোফিল ০৫। উদ্ভিদ কীসের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে? উত্তর : ক্লোেিরাফিলের ০৬। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উত্তর : সালোকসংশ্লেষণ ০৭। উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় কীসের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উত্তর : সূর্যের আলো ও পানির সাহায্যে ০৮। উদ্ভিদ কী করতে পারে? উত্তর : নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ০৮। প্রাণী কী করতে পারে না? উত্তর : নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ০৯। পৃথিবীর সকল প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাদের উপর নির্ভরশীল? উত্তর :উদ্ভিদের ১০। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কী গ্রহণ করে? উত্তর :কার্বন ডাই Ñ অক্সাইড ১১। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে কী ছাড়ে? উত্তর :অক্সিজেন ১২। প্রাণী শ্বাসকার্যে কী গ্রহণ করে? উত্তর :অক্সিজেন ১৩। প্রাণী শ্বাসকার্যে কী ত্যাগ করে? উত্তর :কার্বন ডাই Ñ অক্সাইড ১৪। সব প্রাণী কী ত্যাগ করে? উত্তর :মলমূত্র ১৫। প্রাণী মারা গেলে তা মাটিতে মিশে গিয়ে মাটির কী করে? উত্তর :মাটির উর্বরতা বৃদ্ধি করে ১৬। জড় পরিবেশের ৭ টি উপাদানের নাম লিখ। উত্তর :পাহাড়, জঙ্গল, পুকুর, নদী, সমুদ্র, গ্রাম ও শহর ১৭। উদ্ভিদের পরাগায়ন ঘটে কীসের মাধ্যমে? উত্তর :কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে। ১৮। কীসের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে? উত্তর :পাখির ১৯। অনেক উদ্ভিদ আছে যেগুলো কীসের আবাসস্থল? উত্তর :বিভিন্ন প্রাণি এবং কীটপতঙ্গের ২০। উদ্ভিদ ও প্রাণী কীসের জন্য একে অপরের উপর নির্ভরশীল? উত্তর :বেঁচে থাকার জন্য ২১। শক্তির প্রধান উৎস কী? উত্তর :সূর্য ২২। উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল কী শোষণ করে পানি ও কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে? উত্তর :সূর্যের আলোক শক্তিকে ২৩। ছোট প্রাণী কোন প্রাণিকে খাদ্য হিসেবে গ্রহণ করে? উত্তর :বড় প্রাণিকে ২৪। উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা কী পাই? উত্তর :খাদ্য ও ওষুধসহ আমাদের বেঁচে থাকার অনেক জিনিস পাই। ২৫। মাটি, পানি ও বায়ু কোন পরিবেশের উপাদান? উত্তর :জড় পরিবেশের ২৬। উদ্ভিদের পাতা সবুজ রং হয় কেন? উত্তর :ক্লোরোফিলের জন্য ২৭। বেঁচে থাকার সকল উপাদান আমরা কোথা থেকে পাই? উত্তর :পরিবেশ থেকে ২৮। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ বায়ুমন্ডল থেকে কী গ্রহণ করে? উত্তর :কার্বন ডাই Ñ অক্সাইড ২৯। কোন জৈবিক প্রক্রিয়ায় প্রাণী অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? উত্তর :সালোকসংশ্লেষণ ৩০। জীব ও জড় বস্তুর মূল পার্থক্য কী? উত্তর :জীবন ৩১। ইঁদুর বীজ খায়, সাপ ইঁদুর খায়, বেজি সাপ খায়, বিড়াল বেজি ও ইঁদুর খায়। এটি কীসের উদাহরণ? উত্তর :খাদ্য জালের ৩২। সালোকসংশ্লেষণের জন্য কী কী উপাদান প্রয়োজন? উত্তর :কার্বন ডাই Ñ অক্সাইড, পানি, সূর্যের আলো ও ক্লোরোফিল ৩৩। শৈবাল, মাছ, মাছরাঙ্গা ও বাজপাখি Ñ এ জীবগুলোকে খাদ্যশৃঙ্খল অনুযায়ী সাজালে কী হবে? উত্তর :শৈবাল ? মাছ ? মাছরাঙ্গা ? বাজপাখি ৩৪। সালোকসংশ্লেষণের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর :পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর সমতা বজায় থাকে। ৩৫। খাদ্য উৎপাদনের সময় উদ্ভিদের কী প্রয়োজন? উত্তর : কার্বন ডাই Ñ অক্সাইড ৩৬। উদ্ভিদ খাদ্য উৎপাদন ও শ্বসনকার্যে কী ত্যাগ করে? উত্তর : অক্সিজেন ৩৭। খাদ্যশৃঙ্খল পরিবেশে কী আনয়ন করে? উত্তর : ভারসাম্য ৩৮। তৃতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে ভক্ষণ করে। সুতরাং তৃতীয় স্তরের খাদক কী ভক্ষণ করে? উত্তর: বিয়োজক ৩৯। উদ্ভিদের ক্ষতিসাধন করলেও কী পরাগায়নে সহায়তা করে? উত্তর: কীটপতঙ্গ ৪০। খাদ্যশৃঙ্খলে একটি প্রাণি অন্য প্রাণীর সাথে সম্পর্কিত। সুতরাং এরা কীসের জন্য নির্ভরশীল? উত্তর: খাদ্যের জন্য
×