ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাবু মাফরুর ‘একটা হৃদয়’

প্রকাশিত: ০৭:০৩, ১৩ জুন ২০১৭

লাবু মাফরুর ‘একটা হৃদয়’

স্টাফ রিপোর্টার ॥ সময়ের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার লাবু মাফরু। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। এ পর্যন্ত তাঁর একাধিক একক ও মিক্সড এ্যালবাম প্রকাশ হয়েছে। বর্তমান বাজারে তার বেশকিছু এক্সক্লুসিভ ব্যয়বহুল মিউজিক ভিডিও রয়েছে। মিউজিক ভিডিওগুলো এল মাফরু মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন দর্শক শ্রোতারা। এছাড়াও সঙ্গীতে অবদানের জন্য অনেক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। আগামী ঈদ-উল-ফিতর উপলক্ষে ২টি এক্সক্লুসিভ ব্যয়বহুল মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। সঙ্গীতা ও এল মাফরু মিউজিক স্টেশনের ব্যানার থেকে প্রকাশিতব্য গান দুটির শিরোনাম ‘একটা হৃদয়’ ও ‘উপর দিয়ে মাটি’। গান দুটি লেখার পাশাপাশি সুরও দিয়েছেন শিল্পী নিজে। একটা হৃদয় গানটির মিউজিক করেছেন তমাল হাসান। ‘একটা হৃদয়’ মিউজিক ভিডিওটির ক্রিয়েটিভ ডিরেক্টর এস আহমেদ ও উপর দিয়ে মাটি ভিডিওটি পরিচালনা করেছেনÑ ইসরাফিল বাবলু। সিমোটোগ্রাফি করেছেনÑ আলীম ইবাদ। এডিটিং ও কালার এম এইচ সোহেল। কণ্ঠশিল্পী লাবু মাফরুর সঙ্গীতের হাতে খড়ি তার মায়ের কাছে। সুতরাং লাবু মাফরু সঙ্গীত লালন করে আসছেন তার জন্ম থেকেই। তিনি সঙ্গীত ছাড়াও লাবু মাফরু ছবি আঁকা, গান লেখা, সুর করতে পারেন। তার অডিও এ্যালবামগুলোর বেশির ভাগ গান শিল্পী নিজেই লিখেছেন। যদিও এই লেখা তার লক্ষ্য ছিল না।
×