ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নামছে আজ

প্রকাশিত: ০৬:৫৭, ১৩ জুন ২০১৭

ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নামছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ আবার মাঠে নামছে বিশ্ব ফুটবরের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ মিনিটে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় লড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-জাম্বিয়া, নরওয়ে-সুইডেন, রোমানিয়া-চিলি, ক্যামেরুন-কলম্বিয়া ও ফ্রান্স-ইংল্যান্ড। সুপার ক্লাসিকো খেলতে ব্রাজিল বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে তারা হেরেছে ১-০ গোলে। আর্জেন্টিনার কাছে হারলেও সেটা ছিল দুর্ভাগ্যবশত। টানা নয় ম্যাচ জয়ের পর ওটাই প্রথম হার কোচ টিটের। এ কারণে অস্ট্রেলিয়াকে খাটো করে দেখছেন না তিনি। টিটে বলেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়া বেশ শক্তিশালী দল। আমরা তাদের খাটো করছি না। জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে। নতুন কোচ জর্জ সাম্পাওলির অধীনে প্রথম ম্যাচেই পরাশক্তি ব্রাজিলকে হরিয়েছে আর্জেন্টিনা। এ কারণে ফুরফুরে মেজাজে দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিরা। দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে তাই জয় ছাড়া কিছুই ভাবছে না তারা। কোচ সাম্পাওলি বলেন, ব্রাজিলকে হারিয়ে দল অনেক মনোবল ফিরে পেয়েছে। এটা পরবর্তীতে কাজে দেবে। এই ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসি, গুঞ্জালো হিগুয়াইন, নিকোলাস ওটামেন্ডিকে। মেসি বিয়ের ব্যস্ততার কারণে খেলবেন না। এদিকে সৌদি আরব এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। খেলাধুলাতে এমনিতেই অনগ্রসর দেশগুলোর মধ্যে সৌদি আবর একটি। সর্বক্ষেত্রে নিয়মের বেড়াজালে আবদ্ধ দেশটি এবার স্প্যানিশ ক্লাব বার্সিলোনার জার্সি নিষিদ্ধ করেছে। এখন থেকে দেশটির আর কেউই কাতালান ক্লাবটির জার্সি পরতে পারবে না। কেবল তা নয়, এই জার্সি পরলেই ১৫ বছরের জেলের বিধান রেখেছে দেশটি। এ ছাড়া প্রায় দেড় কোটি টাকাও জরিমানা করা হতে পারে। হঠাৎ বার্সিলোনার জার্সি নিষিদ্ধ করল কেন সৌদি আরব? কারণটাও প্রায় সবার জানা, সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ আরব বিশ্বের প্রভাবশালী ছয়টি দেশ। এরই প্রেক্ষিতে কাতার এয়ারওয়েজ লেখা বার্সিলোনার জার্সি দেশটিতে নিষিদ্ধ করল সৌদি আরব। কাতার মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে বলে দেশগুলো অভিযোগ করেছে। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের জের ধরে দেশটির বিমানসেবা প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজের লাইসেন্স প্রত্যাহার করে সৌদি সরকার। কেবল তাই নয়, এরই মধ্যে কাতারের সঙ্গে স্থলসীমান্ত ও আকাশপথের যোগাযোগও বন্ধ করে দিয়েছে সৌদি আরব। কাতারের সঙ্গে সৌদি আরবের চরম সঙ্কট উদাহরণ হলো সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলিমদের পবিত্র স্থান মসজিদ উল-হারামে (কাবা) কাতারের মুসলিম নাগরিকদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। মক্কায় অবস্থানকারী কাতারের তীর্থযাত্রীরা ওই অভিযোগ করেন। তবে সম্প্রতি কাতার এয়ারওয়াইজের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বার্সিলোনার। এখন থেকে জাপানী কোম্পানি ‘রাকুটিন’ লেখা সংবলিত জার্সি শোভা পাবে মেসিদের গায়ে।
×