ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ জুন ২০১৭

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কর্মকর্তা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ড. মনিরুল ইসলাম, সহসভাপতি সহিদ উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক অজিত কুমার চল্ডবতী, যুগ্ম সম্পাদক আব্দুল মোত্তাকিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল হাসান, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, গবেষণা ও প্রচার সম্পাদক রফিক মোস্তফা কামাল, ল্ডীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কেএম আলী হায়দার, সমাজ কল্যাণ সম্পাদক দলিল উদ্দিন বসুনিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ড. সুস্মিতা দাস, দফতর সম্পাদক পদে শেখ মোঃ হাবিবুর রহমান ও সদস্য হিসেবে ড. মিয়া সাঈদ হাসান, ড. নাজমুন নাহার করিম, ড. কবির উদ্দিন আহমেদ এবং ড. সুরাইয়া পারভীন নির্বাচিত হন। নবনির্বাচিত পরিষদকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দীন ফুলেল শুভেচ্ছা জানান। -বিজ্ঞপ্তি শিল্পায়নে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সম্মেলন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘খুলনা বিভাগে বেসরকারী বিনিয়োগ আকৃষ্টকরণ এবং শিল্পায়নের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় সম্মেলন সোমবার নগরীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), খুলনা বিভাগীয় অফিস আয়োজিত এ সম্মেলনে বক্তারা বলেন, খুলনা অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুসহ রেল যোগাযোগের সুবিধা এ অঞ্চলে খুলে দিচ্ছে শিল্পায়নের অবাধ সুযোগ। তাই নির্ধারিত কিছু কিছু বিনিয়োগ যদি এলাকার ভিত্তিতে ছড়িয়ে দেয়া যায় তবে শিল্পায়নে আশাব্যাঞ্জক সাফল্য দেখা যাবে। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। বক্তৃতা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) নাভাস চন্দ্র ম-ল, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এবং খুলনা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। প্যানেল আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফিরোজ আহমেদ এবং ড. শেখ মুরছালীন মামুন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় পরিচালক নিরঞ্জন কুমার ম-ল।
×